দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন প্রিয়াঙ্কা? কি বলছেন নিক-প্রিয়াঙ্কা?

এই মুহূর্তে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের একরত্তি মেয়ে মালতিকে নিয়ে দারুন সময় কাটাচ্ছেন, নতুন পেরেন্টহুড চুটিয়ে উপভোগ করছেন তবে এরই মধ্যে শোনা যাচ্ছে দ্বিতীয়বারের জন্য মা বাবা হওয়ার সাধ জেগেছে জোনাস দম্পতির মনে, তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন প্রিয়াঙ্কা? চলুন জেনে নি।
 

চলতি বছর শুরুতেই সারোগেটের মাধ্যমে তাঁদের প্রথম সন্তাম পেয়েছিলেন নিক জোন্স আর তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আইসিইউতে ১০০ দিন কাটানোর পর বাড়ি ফিরেছে তাদের ছোট্ট মালতী মেরি। তাতে রীতিমত খুশি নিক। এই মুহূর্তে তাঁদের ছোট্ট মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন জোনাস দম্পতি।নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছিল তাঁদের শিশু কন্যা মালতি।  তাই জন্মের পর প্রায় ১০০ দিন আইসিইউতে থাকার পর মা বাবার কোলে ফিরেছে সে। ছ মাসের ছোট্ট মালতিকে নিয়ে নিজের জন্মদিন সেলিব্রেট করেছিলেন দেশী গার্ল। তবে মেয়ের মুখ এখনও দেখতে দেননি বাইরের পৃথিবীকে। এবার দ্বিতীয় সন্তানের সাধ জেগেছে নিক জোনাস ও প্রিয়াঙ্কার।  ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, একাধিক সন্তানের মা বাবা হতে চান নিক ও প্রিয়াঙ্কা, তাঁরা চান মালতির কোনো ভাই বোন থাকুক, তাঁরা চান না দুই সন্তানের মধ্যে বয়সের খুব বেশি পার্থক্য থাকুক,কারণ সমবয়সী হলে পরস্পরের খেলার সঙ্গী হতে পারবে তাঁরা। তবে পরেরবারও সারোগেসির সাহায্যেই মা হতে চান প্রিয়াঙ্কা। তবে মালতির বয়স সবে ছয় মাস, তাই এখনই দ্বিতীয় সন্তান নয়, তবে তাঁদের কথা থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে না হলেও মালতির জন্য শিগগিরই ভাই বা বোন নিয়ে আসবেন নিক - প্রিয়াঙ্কা।

Latest Videos

প্রিয়াঙ্কা চোপড়াতো বটেই- তাঁরই সঙ্গে তাঁর ছোট্ট মেয়ে মালতী মেরিও তাঁর জীবনে পুরোপুরি বদলে দিয়েছে। পিতৃত্ব তাঁর জীবনে এক অদ্ভুদ পরিবর্তন এনেছেন । সন্তানকে পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তেমনই বললেন বলিউডের বিদেশী জামাই নিক জোন্স। চলতি বছর শুরুতেই সারোগেটের মাধ্যমে তাঁদের প্রথম সন্তাম পেয়েছিলেন নিক জোন্স আর তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আইসিইউতে ১০০ দিন কাটানোর পর বাড়ি ফিরেছে তাদের ছোট্ট মালতী মেরি। তাতে রীতিমত খুশি নিক। 

ACC গল্ফ চ্যাম্পিয়নশিপে তাঁর উপস্থিতির সময়, জোনাস ব্রাদার্স গায়ক, এন্টারটেইনমেন্ট টুনাইটের কেভিন ফ্রেজিয়ারের সঙ্গে কথা বলেছেন এবং কীভাবে তিনি পিতৃত্ব উপভোগ করছেন সেসম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিক। তিনি আরও বলেছেন শিশু কন্যার আগমন তাঁর জীবনকে আগের তুলনায় একদম অন্যদিকে নিয়ে গেছে। পিতৃত্বের প্রভাব তাঁর জীবনে পড়েছে বলেও জানিয়েছেন নিক। তিনি বলেছেন ,  'ছোট্ট মালতী মেরি অবশ্যই তাঁর জীবনকে পরিবর্তন করে দিয়েছে।' জোনাস আরও জানিয়েছেন ছোট্ট মেয়েটি হাসপাতাল থেকে বাড়ি আসার পর তাঁরা সকলেই খুশি। তিনি আরও বলেছেন তাঁদের ছোট্ট মেয়ে খুবই আশ্চার্যজনক। যা তাদের সর্বদা আনন্দ দেয়। তবে এটাই প্রথম নয় যে জোনাস তাঁর কন্যা সন্তানকে নিয়ে উৎসাহী। এর আগেও সে তাঁর মেয়েকে নিয়ে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন। বলেছেন মেয়ের সামনে তিনি ক্ল্যাসিক গান করেছেন। তাঁদের নিজেদের ব্র্যান্ডের গান এখনও তাঁর মেয়েকে শোনাননি। ছোট্ট মালতিকে নিয়ে দারুন সময় উপভোগ করছেন নতুন বাবা - মা।

আরও পড়ুন,আকাঙ্খাকেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন মিকা, রইলো মেহেন্দি ও সংগীতের ছবি

আরও পড়ুন,ক্যামেরার অর্জুন আর ব্যক্তিগত অর্জুন এক নয়, এটা মানুষকে বুঝতে হবে, বললেন অর্জুন
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari