কাজাখস্তানে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবন্দরের কাছেই শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

Published : Dec 27, 2019, 10:29 AM ISTUpdated : Dec 27, 2019, 11:29 AM IST
কাজাখস্তানে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবন্দরের কাছেই শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

সংক্ষিপ্ত

কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা বিমানবন্দরের কাছেই ভেঙ পড়ল বিমান বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে ছিলেন শতাধিক দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গিয়েছে বিমানটি

ক্রিসমাস সপ্তাহেই ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে। আলমাটি বিমনবন্দরের কাছে শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমানটি।

আরও পড়ুন : ফসল নষ্ট করছে পাকিস্তানের পঙ্গপাল, বিশেষ দল পাঠালেন মোদী

সূত্রের খবর, শুক্রবার সকালে আলমাটি থেকে কাজাখস্তানের রাজধানী নুরসুলতানের দিকে রওনা দিয়েছিল বিমানটি। সেই সময় গোটা এলাকা ঘন কুয়াশায় মোড়া ছিল। দ্য বেক এয়ারের বিমানটিতে যাত্রী ছিলেন ৯৫ জন। পাইলট ও বিমানসেবিকা মিলিয়ে ছিলেন আরও ৫ জন। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি এলাকায় একটি দোতলা বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি। মনে করা হচ্ছে টেক অফের সময়ই কোনও ভাবে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পাইলট। 

 

সাকল ৭টা ২২ মিনিটে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ সরকারি ভাবে জানায়নি কাজাখস্তান প্রশাসন। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: পড়তে চান 'ভূত বিদ্যা', সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গিয়েছে বিমানটি। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁচেছে উদ্ধারকারী দল। বিমানের ভিতরে জীবিত অবস্থায় আটকে থাকা যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে বিমানের ধ্বসংবশেষ সরিয়ে তবেই দোতলা বাড়িটেত ঢোকা সম্ভব বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। 
 

PREV
click me!

Recommended Stories

৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
LIVE NEWS UPDATE: Messi in Kolkata - শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে