আবার বিপর্যয় চিনে, ভয়াবহ বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, দেখুন সেই মর্মান্তিক ভিডিও

  • ফের বিপর্যয়ের মুখে চিন
  • ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১২জনের
  • গুরুতর আহত হয়েছে ১৩৮ জন
  • মধ্য চিনের হুবেই প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা 

Parna Sengupta | Published : Jun 13, 2021 9:05 AM IST

করোনা ভাইরাসের পর ফের বিপর্যয়ের মুখে চিন। এবার গ্যাস বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১২জনের । গুরুতর আহত হয়েছে ১৩৮ জন। মধ্য চিনের হুবেই প্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  শিয়ান শহরের ঝাংগওয়ান এলাকায় একটি গ্যাসের পাইপ লাইনে স্থানীয় সময়ে সকাল সাড়ে ছটায় বিস্ফোরণ হয়। 

এখনও তল্লাশি চলছে। ১৫০ জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা বাজার এলাকা ভস্মীভূত হয়ে গিয়েছে ওই বিস্ফোরণে। জাতীয় সংবাদমাধ্যম সিজিটিএন টিভি জানিয়েছে ওই সময় বাজারের ভিতরে প্রচুর মানুষ ছিলেন। সবাই প্রাতঃরাশে ব্যস্ত ছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানাচ্ছে প্রশাসন। 

এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। কাজ চালাচ্ছে স্থানীয় পুরসভা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ওই এলাকার ছবি ও ভিডিও। কেন এরকমভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Share this article
click me!