বিশ্বের চোখরাঙানি উপেক্ষা করে ফের অস্ত্র পরীক্ষা কিমের দেশের, এবার ছোড়া হল সাগর তল থেকে মিসাইল

 

  • ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
  • সাগর তল থেকে ছোড়া হল ক্ষেপণাস্ত্র
  •  ক্ষেপণাস্ত্রটির গতি  ঘণ্টায় ৯১০ কিলোমিটার 
  • ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে  ক্ষেপণাস্ত্রটি

ফের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। তবে ভূমি থেকে নয় এবার সমুদ্রের নীচ থেকে এই মিসাইল পরীক্ষা করা হয়েছে বলে দাবি করল পিয়ংইয়ং। এই নিয়ে চলতি বছরে নিজের একাদশতম মিসাইল পরীক্ষা সেরে ফেলল উত্তর কোরিয়া। এটিও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। 

সাগরতলের ভিতর থেকে এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। জলের নিচে থাকা সাবমেরিন থেকে এটিকে ছোড়া সম্ভব বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। চলতি বছর মে মাসে কয়েকটি স্বল্প পাল্লার মিসাইল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। সেখান থেকে আর দূরপাল্লা নয় একেবারে সরাসরি সগরতল থেকে এবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। 

Latest Videos

 উত্তর কোরিয়ার এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে ফের আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নতুন এই পরীক্ষায় সাফল্যের ফলে এখন  নিজের  দেশের সীমানার বাইরে অনেক দূরে গিয়েও মিসাইল ছুড়তে পারবে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ করিয়া দাবি করেছে, মিসাইলটি উৎক্ষেপণের পর ৯১০ কিলোমিটার গতিতে ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে পড়ে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবস্থানের চেয়েও বেশি উঁচুতে পৌঁছেছিল। আমেরিকার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রকরণ নিয়ে ফের আলোচনা শুরু করার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। 
 
 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya