মৃত্যু নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন, ২০ দিন পর বহাল তবিয়তে প্রকাশ্যে এলেন কিম

  • গত ৩ সপ্তাহ তাঁকে নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছিল
  • স্বাস্থ্য নিয়ে নানারকম গুজব-জল্পনাও ছড়াচ্ছিল
  • অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন উত্তর কোরিয়ার সর্বময় কর্তা
  • একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন কিম জং উন

তিনি বেঁচে নেই। করোনা মহামারীর মধ্যেও এই খবর নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব। সেই সব জল্পনা-কল্পনা আর গুঞ্জনকে নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে উড়িয়ে দিয়ে এবার প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পয়লা মে দেশের একট সার কারখানার উদ্বোধনে তিনি অংশ নিয়েছেন বলে  জানিয়েছে উতত্র কোরিয়ার রাষ্ট্রীয়  সংবাদ মাধ্যম কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ওই সার কারখানা উদ্বোধনের ফিতা কেটেছেন কিম জং উন। অনুষ্ঠানে কিমকে সশরীরে হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম স্বৈরাচারী রাষ্ট্রপ্রধানের বেশ কিছু ছবিও প্রকাশ করে। প্রায় ২০ দিন পর জনসম্মুখে ফিরে এলেন কিম।

Latest Videos

 

 

সরকারি সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনচন এলাকার একটি সারের কারখানা উদ্বোধন করতে যান কিম জং উন। ফিতে কেটে কারখানার উদ্বোধনের পাশাপাশি যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবরও নেন কিম। সেসময় তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্তা এবং বোন কিম ইয় জং। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান আবেগপ্রবণ হয়ে বলেন, “আজ আমার ঠাকুরদা এবং বাবা বেঁচে থাকলে আধুনিক সারের কারখানা দেখে অত্যন্ত খুশি হতেন।” 

আরও পড়ুন: করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা যাবে রেমডেসিভির, অনুমোদন দিয়ে দিল মার্কিন প্রশাসন

গত ১২ এপ্রিলের পর এই প্রথম জনসমক্ষে এলেন কিম। এপ্রিলের ১২ তারিখের পর থেকে কোনো রাষ্ট্রীয় আয়োজনে কিম জং উনের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছিল না। এপ্রিলের ১৫ তারিখ উত্তর কোরিয়ার স্থপতি তথা কিমের ঠাকুরদা কিম ইল সাংয়ের জন্মদিনের আয়োজনে তার অনুপস্থিতি জনমনে প্রশ্নের জন্ম দেয়। কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিমের অসুস্থতার খবর আসে। তার মধ্যেই  জানা যায় চিন কিমের স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করতে একটি মেডিকেল টিম উত্তর কোরিয়ায় পাঠিয়েছে।

 

 

কয়েকদিনের মধ্যেই হংকং স্যাটেলাইট টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিমের মৃত্যু হয়েছে।  পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে, কিমের মৃত্যুর পর রাষ্ট্রের দায়িত্বে তার বোন ইয়ো-জং আসছেন বলেও খবর প্রচার হতে থাকে। যদিও এতোসব গুঞ্জনের বিষয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিছুই বলছিল না। উল্টে উত্তর কোরিয়ার উন্নয়নের কাজে নিয়োজিত শ্রমিকদের উদ্দেশে কিম একটি চিঠি লিখেছেন বলে দাবি করা হয়।

আরও পড়ুন: করোনা মরবে সূর্যের আলোয়, ভরসা রেখে এবার শুরু হল রোদ থেরাপি

এদিকে, দক্ষিণ কোরিয়া শুরু থেকেই কিমের অসুস্থতা এবং মৃত্যুর খবর ভিত্তিহীন বলে দাবি অরে আসছিল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন নিরাপত্তা উপদেষ্টা কিমের সুস্থতা ও বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এর মাঝেই গত বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংবাদ মাধ্যমের সামনে বলেন, যুক্তরাষ্ট্রও কিম জং উনের কোনো হদিস পাচ্ছে না। তার ওই মন্তব্যের পরেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিমের উপস্থিতির খবর জানানো হলো।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের