ওশামা বিন লাদেনকে 'হিরো' তকমা, পারভেজ মোশারফের পুরনো ভিডিও শেয়ার করে বিতর্ক উস্কে দিলেন আফগান সাংবাদিক

Published : Feb 05, 2023, 05:15 PM IST
Pervez Musharraf

সংক্ষিপ্ত

পারভেজের একটি পুরনো ভিডিও পোস্ট করে আরও একবার যাবতীয় বিতর্ককে ঘৃতাহূতি দিলেন তিনি। ভিডিও-এ মোশারেফ ওশামা বিন লাদেনকে 'হিরো' বলে অভিগিত করছেন।

রবিবার সকালে প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা কার্গিল যুদ্ধের মূল কুচক্রি জেনারেল পারভেজ মোশারফ। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘ নয় মাস ধরে দুবাইয়ের ভর্তি ছিলেন পারভেজ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোক প্রকাশ করতে থাকেন। এই পরিস্থিতিতে পারভেজ বিতর্ককে উস্কে দিলেন আফগানিস্থানের এক সাংবাদিক হাবিব খান। পারভেজের একটি পুরনো ভিডিও পোস্ট করে আরও একবার যাবতীয় বিতর্ককে ঘৃতাহূতি দিলেন তিনি। ভিডিও-এ মোশারেফ ওশামা বিন লাদেনকে 'হিরো' বলে অভিগিত করছেন। এই ভিডিও পোস্টের পর থেকেই প্রশ্ন উঠছে কার্গিল যুদ্ধের মূল কুচক্রি পারভেজ মোশাফের হিরো নাকি ভিলেন?

প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্যের একটি পুরনো ভিডিও পোস্ট করলেন হাবিব খান। মোশারেফের পুরোনো একটি ভিডিও ক্লিপে পারভেজ বলছেন,'আমরা সারা বিশ্ব থেকে মুজাহিদিন এনেছি, আমরা তালেবানদের প্রশিক্ষণ দিয়ে সশস্ত্র করে দিয়েছি এবং তাদের (আফগানিস্তানের) ভিতরে পাঠিয়েছি, তারা ছিল আমাদের নায়ক, হাক্কানিরা আমাদের নায়ক, ওসমা বিন লাদেন আমাদের নায়ক।'

 

 

প্রাক্তন পাক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করলেন কংগ্রেস নেতা শশী থারুর-সহ একাধিক পাক নেতা নেতৃ। পারভেজ মোশারফের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তিনি টুইটারে পোস্ট করলেন শশী থারুর। টুইটবার্তায় থারুর লিখেছেন,'বিরল রোগে আক্রান্ত হয় প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। একসময় ভারতের অন্যতম শত্রু ছিলেন তিনি। আমি প্রায় প্রতি বছরই তাঁর সঙ্গে দেখা করতাম। ওঁর চিন্তাধারা পরিষ্কার এবং কৌশলগত।' প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছ সেনাবাহিনীর পক্ষ থেকেও। সেনাবাহিনীর মিডিয়া উইং দ্বারা প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘সিনিয়র সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের দুঃখজনক মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছেন। আল্লাহ মরহুমের আত্মার মাগফেরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দিন।’

এছাড়াও প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আরিফ আলভিও। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'রাষ্ট্রপতিও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি এই শোক সহ্য করার জন্য দোয়া করেন।' সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর কথায়,'ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদাণ করুক।' অন্যদিকে পিটিআই নেতা এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন,'মোশাররফ একজন মহান ব্যক্তি ছিলেন যার আদর্শ ছিল সর্বদা পাকিস্তানকে প্রথম রাখা।'

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
মহিলা সাংবাদিকের প্রশ্নে চোখ মারলেন পাক সেনা মুখপাত্র! হু হু করে ভাইরাল হল ভিডিও