
Afghanistan-Pakistan Clashes: ভারত যেভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানে সিন্ধু নদীর জল প্রবাহ (Indus Waters Treaty) আটকে দিয়েছে, ঠিক সেই পথেই হাঁটছে আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধে কয়েকশো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এমনকী, পাকিস্তানের বিমান হানায় (Pakistani Airstrikes) আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটারেরও মৃত্যু হয়েছে। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তালিবান (Taliban)। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব কুনার নদীর (Kunar river) উপর বাঁধ তৈরি করা হবে। আফগানিস্তান সীমান্ত দিয়ে যাতে আর পাকিস্তানে নদীর জল না যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সিন্ধু নদীর জল সরবরাহ বন্ধ হওয়ার পর পাকিস্তানের বিস্তীর্ণ অংশে জলসঙ্কট তৈরি হয়েছে। এবার আফগানিস্তানও কুনার নদীর জল বন্ধ করে দিলে পাকিস্তানে সঙ্কট তীব্র হবে।
তালিবানের সর্বোচ্চ নেতা মাওলাওই হিবাতুল্লাহ আখুন্দজাদা (Mawlawi Hibatullah Akhundzada) কুনার নদীর জল পাকিস্তদানে প্রবাহিত হওয়া আটকানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের নদীর জল আফগানরাই ব্যবহার করবেন। নদীর জলের উপর অধিকার শুধু আফগানদের। আফগানিস্তানের জল ও বিদ্যুৎ মন্ত্রকের (Afghan Ministry of Water and Energy) পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবানের সর্বোচ্চ নেতা যত দ্রুত সম্ভব কুনার নদীর উপর বাঁধ তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আফগানিস্তানের সংস্থাগুলির সঙ্গে চুক্তি করার নির্দেশও দিয়েছেন তিনি। আফগানিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মুহাজের ফারাহি (Muhajer Farahi) বৃহস্পতিবার 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন।
৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি হিন্দুকুশ পর্বতে (Hindu Kush mountains)। এই নদীর জলের উপর নির্ভর করে থাকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশ। জালালাবাদের (Jalalabad) কাছে কাবুল নদীর (Kabul River) সঙ্গে মিশেছে কুনার নদী। এই দুই নদীর জল সরবরাহ বন্ধ হয়ে গেলে খাইবার পাখতুনখাওয়ার পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব (Punjab) প্রদেশেও সঙ্কট তৈরি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।