শুকিয়ে যাবে পাকিস্তান, যুদ্ধের পর ভারতের পথেই নদীর জল আটকে দিচ্ছে আফগানিস্তান

Published : Oct 24, 2025, 04:00 PM ISTUpdated : Oct 24, 2025, 04:11 PM IST
kunar river

সংক্ষিপ্ত

Afghanistan-Pakistan War: সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। যুদ্ধ থামলেও, পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তালিবান-শাসিত (Taliban) আফগানিস্তান। ফলে ইসলামাবাদের (Islamabad) উপর চাপ বাড়ছে।

DID YOU KNOW ?
জলের জন্য পরনির্ভরশীল
নদীর জলের জন্য ভারত ও আফগানিস্তানের উপর নির্ভরশীল পাকিস্তান। ফলে এই দুই দেশের নদীর জল সরবরাহ বন্ধ হয়ে গেলেই পাকিস্তানে সঙ্কট তৈরি হবে।

Afghanistan-Pakistan Clashes: ভারত যেভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানে সিন্ধু নদীর জল প্রবাহ (Indus Waters Treaty) আটকে দিয়েছে, ঠিক সেই পথেই হাঁটছে আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধে কয়েকশো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এমনকী, পাকিস্তানের বিমান হানায় (Pakistani Airstrikes) আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটারেরও মৃত্যু হয়েছে। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তালিবান (Taliban)। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব কুনার নদীর (Kunar river) উপর বাঁধ তৈরি করা হবে। আফগানিস্তান সীমান্ত দিয়ে যাতে আর পাকিস্তানে নদীর জল না যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সিন্ধু নদীর জল সরবরাহ বন্ধ হওয়ার পর পাকিস্তানের বিস্তীর্ণ অংশে জলসঙ্কট তৈরি হয়েছে। এবার আফগানিস্তানও কুনার নদীর জল বন্ধ করে দিলে পাকিস্তানে সঙ্কট তীব্র হবে।

পাকিস্তানকে তীব্র আক্রমণ তালিবানের

তালিবানের সর্বোচ্চ নেতা মাওলাওই হিবাতুল্লাহ আখুন্দজাদা (Mawlawi Hibatullah Akhundzada) কুনার নদীর জল পাকিস্তদানে প্রবাহিত হওয়া আটকানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের নদীর জল আফগানরাই ব্যবহার করবেন। নদীর জলের উপর অধিকার শুধু আফগানদের। আফগানিস্তানের জল ও বিদ্যুৎ মন্ত্রকের (Afghan Ministry of Water and Energy) পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবানের সর্বোচ্চ নেতা যত দ্রুত সম্ভব কুনার নদীর উপর বাঁধ তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আফগানিস্তানের সংস্থাগুলির সঙ্গে চুক্তি করার নির্দেশও দিয়েছেন তিনি। আফগানিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মুহাজের ফারাহি (Muhajer Farahi) বৃহস্পতিবার 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন।

পাকিস্তানের একাধিক প্রদেশে জলের সঙ্কট

৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি হিন্দুকুশ পর্বতে (Hindu Kush mountains)। এই নদীর জলের উপর নির্ভর করে থাকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশ। জালালাবাদের (Jalalabad) কাছে কাবুল নদীর (Kabul River) সঙ্গে মিশেছে কুনার নদী। এই দুই নদীর জল সরবরাহ বন্ধ হয়ে গেলে খাইবার পাখতুনখাওয়ার পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব (Punjab) প্রদেশেও সঙ্কট তৈরি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আফগানিস্তানের একটি নদীর জল বন্ধ হয়ে গেলেই পাকিস্তানে সঙ্কট।
আফগানিস্তান যদি কুনার নদীর জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানে তীব্র জল সঙ্কট তৈরি হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া