Breaking News: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত ৭

Published : Apr 28, 2025, 04:46 PM ISTUpdated : Apr 28, 2025, 04:58 PM IST
bomb blast concept image

সংক্ষিপ্ত

বিস্ফোরণ এবার পাকিস্তানে। পাকিস্তনের দক্ষিণ ওয়াজিরিস্থানে শান্তি বৈঠক চলাকালীনই বিস্ফোরণ। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণ এবার পাকিস্তানে। পাকিস্তনের দক্ষিণ ওয়াজিরিস্থানে শান্তি বৈঠক চলাকালীনই বিস্ফোরণ। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির সঙ্গে বৈঠকে বসেছিল প্রশাসন। সেই সময়ই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষেত সাতজনে। আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

পাকিস্তান পুলিশ সূত্রের খবর ওয়াজিরিস্তানে একটি শান্তিবৈঠক চলছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। ফলে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। ধসে চাপা পড়ে অনেকেই। তাতেই মৃত্যু হয় সাত জনের। এই ঘটনার নেপথ্য কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান পুলিশ জানিয়েছে হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বা সাধারণ কোনও সংগঠন স্বীকার করেনি।

হাসপাতাল সূত্রের খবর, বিস্ফোরণের পরে প্রাথমিকভাবে আহত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি বহুতলের ধ্বংসস্তৃপের মধ্যে এখনও প্রচুর মানুষ চাপা পড়ে রয়েছে। এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ওয়াজিরিস্থান পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে পাক তালিবান গোষ্ঠী তেহরিক - ই- তালিবার পাকিস্তান বা টিটিপি বড় ঘাঁটি রয়েছে। সেখানেই পাকিস্তানের তালিবানদের কাছে সরকার শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিল। আলোচনাও শুরু হয়েছিল।

 

সবিস্তারে আসছে...

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া