
Pakistan Fire: পাকিস্তান আর বিপদ যেন সমার্থক শব্দ। বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইসলামাবাদের। শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গেল পাকিস্তানের বন্দর শহর করাচির এক শপিংমল। দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত অন্তত ৩ জন। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহম্মদ জিন্না গুল প্লাজায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
এদিকে ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, বহুতল শপিং কমপ্লেক্সের একাংশে আগুন ছড়িয়ে পড়লে দমকলকর্মীরা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন।
এই বিষয়ে কর্তৃপক্ষ জানায়, আগুন নেভাতে একাধিক দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি কমপ্লেক্সের ভেতরে তল্লাশি অভিযান এখনও চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘন ধোঁয়া দ্রুত পুরো মলে ছড়িয়ে পড়ায় চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং প্রাণ বাঁচাতে মানুষজন দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
তবে গোটা ঘটনায় আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। কী থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।