সিন্ধুতে আক্রান্ত হিন্দু! পাকিস্তানে হিন্দুদের অপহরণ করে মারধরের বর্বর ঘটনা ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

Published : Nov 23, 2024, 06:02 PM IST
 crime

সংক্ষিপ্ত

পাকিস্তানে হিন্দু শরণার্থিদের মতে সিন্ধু প্রদেশের প্রভীাবশালী গ্যাংগুলি হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করে। তোলাবাজি, লুঠপাট, অপহরণ করে। এই গ্যাংগুলিকে অনেক সময়ই জমিদাররা সমর্থন করে। 

পাকিস্তানে অত্যাচারিত হিন্দুরা। আবারও হিন্দুর ওপর নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারের ঘটনা সিন্ধু প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিন্দার ঝড় নেটিজেনটে। ভিডিওতে দেখা গেছে, এক হিন্দু ব্যক্তিকে অপহরণ করে তাকে শিকলে বেঁধে ঝুলিয়ে নির্যাতন করা হচ্ছে। দুষ্কৃতীদের দবি তাদের দলের এক ব্যক্তির মুক্তির জন্যই একজনকে তুলে এনে নির্যাতন করা হচ্ছে।

সিন্ধুতে আক্রান্ত হিন্দুরা-

পাকিস্তানে হিন্দু শরণার্থিদের মতে সিন্ধু প্রদেশের প্রভীাবশালী গ্যাংগুলি হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করে। তোলাবাজি, লুঠপাট, অপহরণ করে। এই গ্যাংগুলিকে অনেক সময়ই জমিদাররা সমর্থন করে। পুলিশ গ্রেফতার করলেও গ্যাংগুলির অত্যাচার থেকে মুক্তি পায় না স্থানীয়রা। অপহৃতদের দিয়ে তারা সরকার ও পুলিশের ওপর চাপ তৈরি করে। অপহৃতদের অনেক সময় হত্যা পর্যন্ত করা হয়। যদিও এই ভিডিওর সত্যচা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু এজাতীয় ঘটনা একাধিকবার ঘটছে পাকিস্তানে। 

এর আগেও পাকিস্তানে আক্রান্ত হিন্দুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  কাছে সাহায্যের আবেদন জনিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।  বছর কয়েক আগের ঘটনা। কিন্তু তারপরেও হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বাড়ছে। 

ভিডিও নিয়ে প্রতিক্রিয়া

সিন্ধু প্রদেশের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই গোটা ঘটনাকে বর্বর বলে উল্লেখ করেছে। অনেকে আবার বলছে, পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচারে ধর্মনিরপেক্ষরা সর্বদাই চুপ করে থাকে। ভিডিও নিয়ে জোর আলোচনা তলছে সোশ্যাল মিডিয়ায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী