সিন্ধুতে আক্রান্ত হিন্দু! পাকিস্তানে হিন্দুদের অপহরণ করে মারধরের বর্বর ঘটনা ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানে হিন্দু শরণার্থিদের মতে সিন্ধু প্রদেশের প্রভীাবশালী গ্যাংগুলি হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করে। তোলাবাজি, লুঠপাট, অপহরণ করে। এই গ্যাংগুলিকে অনেক সময়ই জমিদাররা সমর্থন করে।

 

পাকিস্তানে অত্যাচারিত হিন্দুরা। আবারও হিন্দুর ওপর নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারের ঘটনা সিন্ধু প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিন্দার ঝড় নেটিজেনটে। ভিডিওতে দেখা গেছে, এক হিন্দু ব্যক্তিকে অপহরণ করে তাকে শিকলে বেঁধে ঝুলিয়ে নির্যাতন করা হচ্ছে। দুষ্কৃতীদের দবি তাদের দলের এক ব্যক্তির মুক্তির জন্যই একজনকে তুলে এনে নির্যাতন করা হচ্ছে।

সিন্ধুতে আক্রান্ত হিন্দুরা-

Latest Videos

পাকিস্তানে হিন্দু শরণার্থিদের মতে সিন্ধু প্রদেশের প্রভীাবশালী গ্যাংগুলি হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করে। তোলাবাজি, লুঠপাট, অপহরণ করে। এই গ্যাংগুলিকে অনেক সময়ই জমিদাররা সমর্থন করে। পুলিশ গ্রেফতার করলেও গ্যাংগুলির অত্যাচার থেকে মুক্তি পায় না স্থানীয়রা। অপহৃতদের দিয়ে তারা সরকার ও পুলিশের ওপর চাপ তৈরি করে। অপহৃতদের অনেক সময় হত্যা পর্যন্ত করা হয়। যদিও এই ভিডিওর সত্যচা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু এজাতীয় ঘটনা একাধিকবার ঘটছে পাকিস্তানে। 

এর আগেও পাকিস্তানে আক্রান্ত হিন্দুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  কাছে সাহায্যের আবেদন জনিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।  বছর কয়েক আগের ঘটনা। কিন্তু তারপরেও হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বাড়ছে। 

ভিডিও নিয়ে প্রতিক্রিয়া

সিন্ধু প্রদেশের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই গোটা ঘটনাকে বর্বর বলে উল্লেখ করেছে। অনেকে আবার বলছে, পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচারে ধর্মনিরপেক্ষরা সর্বদাই চুপ করে থাকে। ভিডিও নিয়ে জোর আলোচনা তলছে সোশ্যাল মিডিয়ায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা