
Balochistan independence from Pakistan: ভারত-পাক সংঘাতের আবহে স্বাধীনতা পেল বালোচিস্তান। বিখ্যাত সাহিত্যিক মিল ইয়ার বালোচ এমনই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওযা উচিত ভারতের। রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি।
বিখ্যাত সাহিত্যিক মিল ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমার আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেব স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হঠানো হোক।’
তিনি আরও জানিয়েছেন, দ্রুতই স্বাধীন বালোচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বালোচদের। ক্যাবিনেটে বালোচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বলোচিস্তান। বলোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে।
জানা দিয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালোচ বিদ্রোহীরা। ভারতের সঙ্গে পাক সংঘাতের এই আবহে স্বাধীন হয়েছে বালোচিস্তান। বুধবার পাক সেনার ওপর জোড়া হামলা করে বালোচিস্তান। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ করা হয়। সেখানে ১২ জন সেনা আধিকারিকের মৃত্যু হয় বলে খবর। তালিকায় আছে স্পেশ্যাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক-সহ আপও অনেকে। জানা গিয়েছে, সেনা গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এদিন দুপুর ২টো ৪০ মিনিটে কেছের কুলাগ তিগরানেরও রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয়। সেখানে দুজন বম্ব ডিসপোজাল স্কোয়াডের মৃত্যু হয়েছে।
পেহলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গীরা। সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে গত রাতে আঘাত করে পাকিস্তান। ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল। কিন্তু, পাকিস্তারে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাকিস্তানের পাঠানো ড্রোন ও মিসাইল রুখতে সক্ষম হয় ভারতীয় সেনা বাহিনী। এমনকী, পাকিস্তানের দুটি J-17 এবং F-16 বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্র্যাফিক ডিফেন্স।
এদিকে আবার পাকিস্তানের মোট ১৬টি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা। এই আবহে বালুচিস্তামের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায়। সূত্রের খবর, বালুচিস্তানের একটি বড় অংশ এই মুহূর্তে পাকিস্তানের হাতছাড়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন বিখ্যাত সাহিত্যিক মিল ইয়ার বালোচ। তিনি জানান, ভারত-পাক সংঘাতের মাঝে স্বাধীন হল বালুচিস্তান।