পাকিস্তানের কোয়েটায় রেল স্টেশনে মারাত্মক বিস্ফোরণ, হত অন্তত ২৪, জখম ৪০

Published : Nov 09, 2024, 01:27 PM ISTUpdated : Nov 09, 2024, 02:11 PM IST
Quetta Railway Station

সংক্ষিপ্ত

পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। এবার কোয়েটায় রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের কোয়েটায় রেল স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হল। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশনস মহম্মদ বালোচ জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মঘাতী জঙ্গি হামলা বলেই মনে হচ্ছে। তিনি জানিয়েছেন, 'পেশোয়ারগামী এক্সপ্রেস ট্রেন কোয়েটা রেল স্টেশন ছেড়ে যাওয়ার ঠিক আগে স্টেশনের মধ্যেই বিস্ফোরণ ঘটে।' তবে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে কি না, বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কোয়েটা পুলিশ। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোয়েটা স্টেশনের পরিকাঠামোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই জায়গা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী।

পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ক্রমশঃ বড় আকার ধারণ করছে। বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশেও সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে। এরই মধ্যে কোয়েটায় রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

দায়স্বীকার বালোচ লিবারেশন আর্মির

কোয়েটা রেল স্টেশনে এই বিস্ফোরণের দায়স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। এই গোষ্ঠীর মুখপাত্র জিয়ান্দ বালোচ দাবি করেছেন, ‘আমরা কোয়েটো রেল স্টেশনে বিস্ফোরণের দায় নিচ্ছি। এদিন সকালে পাকিস্তানের সেনাবাহিনীর একটি বিভাগের সদস্যরা ইনফ্যান্ট্রি স্কুলে একটি কোর্স শেষ করে জাফর এক্সপ্রেসে চড়ে ফিরছিলেন। কোয়েটা রেল স্টেশনে তাঁদের উপর ফিদাঁয়ে হামলা চালানো হয়েছে। বালোচ লিবারেশন আর্মির ফিদাঁয়ে ইউনিট মাজিদ ব্রিগেড এই হামলা চালিয়েছে। খুব তাড়াতাড়ি সংবাদমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা জয়শঙ্করের, ঠুকে দিলেন চিনকেও

পাকিস্তান সফরে শুরুতেই ছক্কা মারলেন জয়শঙ্কর! আবেগে গদগদ পাক প্রধানমন্ত্রী করলেন ডিনারে আমন্ত্রণ

জঙ্গি ঢোকাতে ষড়যন্ত্র করে পাকিস্তানের BAT-এর হামলা কাশ্মীরে, নিহত এক ভারতীয় সেনা জওয়ান

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া