'পাকিস্তানের জন্য বিপজ্জনক', এমন তকমা দিতেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র- বিস্ফোরক ইমরান খান

আবারও বিস্ফোরক প্রাক্তন পাক প্রেসিডেন্ট ইমরান খান। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ক্ষমতায় থাকার সময়ই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল।

 

Saborni Mitra | Published : Jun 11, 2023 5:59 PM
110
ক্ষমতায় থাকতেই ষড়যন্ত্র

ক্ষমতায় থাককালীনই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। আবারও বিস্ফোরক প্রাকক্ত পাক প্রেসিডেন্ট ইমরান খান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তাঁর জোট নিরপেক্ষ নীতির জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিম্প হয়েছিল দেশী ও বিদেশী শক্তগুলি।

210
মার্কিন শত্রু

ইমরান খান নিউজ ইউককে বলেন পাকিস্তানের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলি তাঁর জোট নিরপেক্ষ নীতির জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি হিসেবে চিহ্নুত করেছিল। আর সেই কারণেই তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল।

310
দেশের মানুষ তাঁর সঙ্গে

ইমরান খান জানিয়েছেন রাজনৈতিক দলগুলি তাঁর বিরুদ্ধে গেলেও পাকিস্তানের সাধারণ নাগরিক তাঁর সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন ১০ এপ্রিল তাঁর গ্রেফতারের পরে যা ঘটেছে তা ছিল স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া।

410
জনতার আবেগ

ইমরান খান এদিন আবারও বলেন পাকিস্তানের নাগরিক তাঁর সঙ্গে রয়েছে। তাই তাঁর গ্রেফতারির পরে নিজের আবেগের বহিঃপ্রকাশ থেকেই ভাঙচুরের মত ঘটনা ঘটিয়েছে। তিনি এই বিষেয়ে কাউকে কোনও নির্দেশ দেননি।

510
জনগণের সঙ্গে আছি

ইমরান খান আরও বলেন, ক্ষমতা চলে যাওয়ার পরেও তিনি জনগণের সঙ্গে রয়েছে। একের পর এর ব়্যালি করেছেন। তাঁর মিছিলে জমায়েত যে কোনও রাজনৈতিক দলকে হিংসায় ফেলে দেবে।

610
মূল চক্রান্তকারী

এদিন সাক্ষাৎকারে ইমরান খান মূল চক্রান্তকারীর নামও জানিয়েছেন। তিনি বলেছেন প্রাক্তন সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া তাঁর বিরুদ্ধে মূল চক্রান্তকারী ছিলেন। কেন তাঁকে সরিয়ে দেওয়া হল এই প্রশ্নের উত্তর প্রাক্তন সেনা প্রধান দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

710
পাকিস্তানের জন্য বিপজ্জনক

ইমরান প্রাক্তন সেনা প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, বাজওয়া তাঁকে গোটা পাকিস্তানের কাছে বিপজ্জনক হিসেবে তুলে ধরেছিল। সেই কারণে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।

810
মিথ্যা মামলা

ইমরান খান বলেন ৯ মে পাকিস্তান সরকার যা করেছিল তা ইচ্ছেকৃত। অশান্তি ছড়ানোর জম্যই এই কাজ করেছিল। পাকিস্তান পুলিশ তাঁকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখালেই সমস্যা মিটে যেত। কিন্তু পাকিস্তান প্রশাসন তা করেনি। ইসলামাবাদ কোর্ট থেকে জোর করে গ্রেফতার করা হয়েছে।

910
সন্ত্রাসবাদী সাজানোর চেষ্টা

ইমরান খান আরও বলেন, তাঁর সঙ্গে পাকিস্তান সরকার এমন আচরণ করছে তিনি যেন সন্ত্রাসবাদী। তাঁকে ইসলামাবাদ কোর্ট থেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল তাতে মনে হচ্ছিল তিনি যেন একজন সন্ত্রাসবাদী

1010
গ্রেফতারি বেআইনি

ইমরান খান এদিন স্পষ্ট করে জানিয়ে দেন তাঁর গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি ছিল। ইসলামাবাদ কোর্ট থেকে যেভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছিল তা অপহরণের সামিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos