Pakistan Water Crisis: ভারতের পর জল আটকে দিচ্ছে আফগানিস্তান, চরম বিপদের মুখে পাকিস্তান

Published : May 20, 2025, 11:26 PM ISTUpdated : May 20, 2025, 11:28 PM IST
Pakistan Water Crisis: ভারতের পর জল আটকে দিচ্ছে আফগানিস্তান, চরম বিপদের মুখে পাকিস্তান

সংক্ষিপ্ত

Trouble for Pakistan: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর পাকিস্তানে সিন্ধু নদের (Indus River) জলের প্রবাহ আটকে দিয়েছে ভারত। এবার আফগানিস্তানও একই পথে হাঁটতে চলেছে। ফলে পাকিস্তানের সমস্যা বাড়তে চলেছে।

Kunar River Afghanistan: বর্ষা এখনও আসেনি। প্রবল গ্রীষ্মে সমস্যায় বিভিন্ন দেশ। এরই মধ্যে পাকিস্তানের (Pakistan) সমস্যা বাড়তে চলেছে। সিন্ধু নদের (Indus River) জল আটকে দিয়েছে ভারত। এবার আফগানিস্তানও পাকিস্তানের (Afghanistan) দিকে প্রবাহিত নদীর জল আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান কুনার নদীতে (Kunar River) বাঁধ তৈরি করে পাকিস্তানের দিকে যাওয়া জল আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। তালিবান (Taliban) সরকারের সেনা জেনারেল মুবিন (General Mubin) বলেছেন, 'কুনার নদীতে প্রবাহিত জল আমাদের রক্ত। আমরা এটিকে প্রবাহিত হতে দেব না।' তিনি বাঁধ পরিদর্শন করে কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন। বালোচিস্তানের (Balochistan) স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch) সোমবার জেনারেল মুবিনের কুনার নদীতে নির্মিতব্য বাঁধ পরিদর্শনের ভিডিও শেয়ার করেছেন। তিনি পাকিস্তানের জল-সঙ্কটের কথা জানিয়েছেন।

বাঁধের জন্য অর্থ সংগ্রহ করছে তালিবান সরকার

বাঁধের জন্য তালিবান সরকারের জেনারেল মুবিন অর্থ সংগ্রহের আবেদন করেছেন। তিনি বলেছেন, 'এই জল আমাদের রক্ত এবং আমরা আমাদের রক্তকে আমাদের শিরা থেকে প্রবাহিত হতে দিতে পারি না। আমাদের আমাদের জল আটকাতে হবে। এতে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ হবে এবং আমরা আমাদের কৃষিকাজে ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারব।' তালিবান সরকারের জল ও জ্বালানি মন্ত্রকের মুখপাত্র মতিউল্লাহ আবিদ জানিয়েছেন, বাঁধের জরিপ এবং নকশা প্রস্তুত। বাঁধ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।

৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দাবি

তালিবান সরকার দাবি করেছে যে কুনার নদীতে বাঁধ নির্মাণ এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর এখানে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। শুধু তাই নয়, প্রায় দেড় লক্ষ একর জমিতে সেচের জন্য জলও পাওয়া যাবে। সরকারের বক্তব্য, এতে জ্বালানি সংকট এবং খাদ্য নিরাপত্তার উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন কুনার নদী

কুনার নদী আফগানিস্তানের প্রধান নদী। ৪৮০ কিলোমিটার দীর্ঘ এই নদী হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। তারপর পাকিস্তানের জালালাবাদের কাছে গিয়ে কাবুল নদীতে মিশেছে এই নদী। কুনার নদী পাকিস্তানের প্রধান জলের উৎস। দুই দেশের মধ্যে কাবুল বা তার শাখা নদীগুলির মধ্যে জলবণ্টন নিয়ে কোনও চুক্তি নেই। এই পরিস্থিতিতে যদি আফগানিস্তান কুনার নদীতে বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তানকে জল সঙ্কটে পড়তে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া