কেঁপে উঠল পাকিস্তান! পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকায় তীব্র কম্পন! কাঁপল ভারত সীমান্তও

Published : May 05, 2025, 05:53 PM ISTUpdated : May 05, 2025, 07:26 PM IST
Earthquake

সংক্ষিপ্ত

পাক অধিকৃত কাশ্মীর ও তার সংলগ্ন এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কমপনের উৎপত্তিস্থল।

Earthquake in Pakistan: সোমবার বিকেলে পাক অধিকৃত কাশ্মীরে কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা সমাজমাধ্যমে ভূমিকম্পের উৎসস্থলের যে মানচিত্র প্রকাশ করলে তাতে দেখা যায় পাক অধিকৃত কাশ্মীর ও তার সংলগ্ন এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল।

পাকিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশ ভূমিকম্পের উৎসস্থল। পাকিস্তান সহ আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির তেমন একটা খবর এখনও মেলেনি। ভারতীয় সময় অনুসারে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাজিকিস্তানে ভূমিকম্প হয়। সেটির কম্পন অনুভূত হয় আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। পাকিস্তান সীমান্ত লাগোয়া একটি অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল।

আজ সকাল থেকেই পাকিস্তান ও তার আশে পাশের অঞ্চলে বার বার ভূমিকম্পের খবর মেলে। সোমবার প্রথমে বেলা সাড়ে ১১টা নাগাদ তাজিকিস্তানে ভূমিকম্প হয়। এর কমপনের তরঙ্গ ছড়ায় আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল পর্যন্ত। পরে আবারও দুপুর সাড়ে ১২টা নাগাদ ফের ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছে ছিল এই কম্পনের উৎসস্থল।

এদিকে, গত ১৯শে এপ্রিল ফের ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের উত্তর-পশ্চিমের পড়শি দেশ। ভূমিকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, কাঁপুনির রেশ এসে পৌঁছেছে ভারতের দিল্লি-কাশ্মীর সহ বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ প্রথম এই ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, দুপুর ১২:১৭ মিনিটে ৮৬ কিমি গভীরে ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে। যা টেকটনিক প্লেটের গতিবিধির কারণে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

কাশ্মীর উপত্যকা ও দিল্লি-এনসিআর এলাকাতেও মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। কাশ্মীর থেকে পাওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কম্পন শুরু হতেই একদল মানুষ একটি আবাসন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসছেন।

সূত্রের খবর, ভূমিকম্পে কেঁপে ওঠা কাশ্মীর। শ্রীনগরে কম্পনের অনুভূতি হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। শ্রীনগরের এক স্থানীয় বাসিন্দা বলেন, ''আমি তখন অফিসে ছিলাম, হঠাৎ চেয়ার কাঁপতে শুরু করে। কম্পনটা খুব হালকা বা খুব জোরালো না হলেও স্পষ্টভাবে টের পাওয়া গিয়েছিল। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, নিশ্চিত নই, তবে এই অঞ্চলে ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।''

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া