দুবাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৯ বছর বয়সী প্রাক্তন পাক প্রেসিডেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের 'আমেরিকান হসপিট্যাল'-এ ভর্তি ছিলেন তিনি।
৭৯ বছর বয়সে জীবনাবসান পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ ন'মাস ধরে ভর্তি ছিলেন দুবাইয়ের হাসপাতালে। রবিবার সকালে দুবাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৯ বছর বয়সী প্রাক্তন পাক প্রেসিডেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের 'আমেরিকান হসপিট্যাল'-এ ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর 'অ্যামিলয়ডোসিস' নামে বিরল রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। একদিকে আর্থিক সংকটে জেরবার ছিল পাকিস্তান। তার মধ্যে পাক প্রেসিডেন্টের মৃত্যু যেন আরও এক বড় ধাক্কা পাকিস্তানের কাছে।
২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছিলেন পারভেজ। ১৯৪৩ সালের ১১ অগাস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম হয় পারভেজ মুশারফের। পরবর্তীকালে তার পরিবার পাকিস্তানে চলে যাওয়ায় করাচিতেই জীবন কাটে পারভেজের। করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে চলে পড়াশোনা। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দিলেন সেনাবাহিনীতে। দেশের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতির পদে দায়িত্বগ্রহণ করে। ২০১৯ সালে দেশদ্রোহিতার অভিযোগ উঠে জেনারেল পারভেজ মুশারফের বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের সাজাও ঘোষণা করা হয়। পরবর্তীকালে অবশ্য সেই সাজা বাতিল করা হয়।