পদযাত্রায় চলল গুলি, পাকিস্তানে জাফরালী খান চকে গুলিবিদ্ধ ইমরান খান, আহত আরও ৪

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ওয়াজিরাবাদে তার 'Real Freedom' সমাবেশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে জাফরালী খান চকে। তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান ইসমাইল বলেছেন যে ইমরান খানের পায়ে "তিন থেকে চার" বার গুলি করা হয়েছিল। 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ওয়াজিরাবাদে তার 'Real Freedom' সমাবেশে গুলিবিদ্ধ হয়েছে। সূত্রের খবর তার পায়ে আঘাত লেগেছে। ঘটনাটি ঘটেছে জাফরালী খান চকে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান ইসমাইল বলেছেন যে ইমরান খানের পায়ে "তিন থেকে চার" বার গুলি করা হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ঘটনার পরপরই ইমরান খানকে কন্টেইনার থেকে বুলেটপ্রুফ গাড়িতে স্থানান্তর করা হয়। র‌্যালির ভিডিওতে দেখা যাচ্ছে গুলি চালানোর পর ইমরান খানকে একটি বুলেটপ্রুফ গাড়িতে স্থানান্তর করা হচ্ছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানও আহত হয়েছেন এবং তার পায়ে গুলি লেগেছে। তার ডান পায়ে একটি ব্যান্ডেজ দেখা যায়। হামলার পর ইমরান খানকে কন্টেইনার থেকে বের করে বুলেট প্রুফ গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করা হয়। 

01:19Viral Video : বাইকে বসে হস্তমৈথুন করতে করতে মহিলাদের গাড়িকে ধাওয়া, দেখুন ভিডিও02:06Imran Khan : তিন বছরের জন্য জেলযাত্রা প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, যাওয়ার আগে ভিডিও বার্তা ইমরানের03:53পদযাত্রায় চলল গুলি, পাকিস্তানে জাফরালী খান চকে গুলিবিদ্ধ ইমরান খান, আহত আরও ৪03:09৪৯ ডিগ্রি সেন্টিগ্রেডে গলে গেল হিমবাহ, জলের তোড়ে ভেসে গেল ঐতিহাসিক সেতু02:20এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন, রেখা-মুনমুন সেনের সঙ্গে নামও জড়িয়েছিল ইমরান খানের02:33এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর01:04নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল দেশ, এর মাঝেই ভারতীয় নাগরিকত্ব পেলেন এক পাকিস্তানি01:00ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্ম মুশারফের, মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন এই পাক প্রসিডেন্টের সঙ্গে কেমন ছিল ভারতের সম্পর্ক01:30ইমরানের অনুমোদন বাতিল, সেনাপ্রধানকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ পাক সুপ্রিম কোর্টের
Read more