এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর
- এই মুহূর্তে বিশ্বের ৫টি বড় খবর
- বিশ্বের কোথায় কী হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- এক নজরে বিশ্বের কিছু বড় খবর
ভয়াবহ করোনা পরিস্থিতিতে এখন আশার আলো দেখছে ব্রিটেন। সেখানে কোভিডে মৃত্যুর সংখ্যা শূণ্যে নেমে এসেছে। মঙ্গলবার সেখানে করোনায় একজনেরও মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। তার আগে সোমবারে সেখানে মাত্র ১ জনের মৃত্যু হয়েছিল। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ইরানের বৃহত্তম যুদ্ধজাহাজ আইরিস খর্গ। পুড়ে যাওয়ার পর যুদ্ধজাহাজটি ওমান উপসাগরে ডুবে যায়। অনেক চেষ্টাতেও বাঁচানো যায়নি জাহাজটিকে। যুদ্ধজাহাজটি ডুবলেও সমস্ত ক্রু এবং সদস্যরা নিরাপদে রয়েছে বলেই জানা গিয়েছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গোয়াদার উপকূলে মাছ ধরতে গিয়েছিলেন সাজিদ। সেখানে তাঁর জালে ধরা পড়ে ৪৮ কেজির বিড়ল প্রজাতির একটি মাছ। সেই মাছই বিক্রি করে ৭২ লক্ষ টাকা পান ওই মৎসজীবী। এত টাকায় মাছ বিক্রি করে রাতারাতি ভাগ্য বদল হল এই মৎসজীবী -র। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গোয়াদার উপকূলে মাছ ধরতে গিয়েছিলেন সাজিদ। সেখানে তাঁর জালে ধরা পড়ে ৪৮ কেজির বিড়ল প্রজাতির একটি মাছ। সেই মাছই বিক্রি করে ৭২ লক্ষ টাকা পান ওই মৎসজীবী। এত টাকায় মাছ বিক্রি করে রাতারাতি ভাগ্য বদল হল এই মৎসজীবী -র। বাংলাদেশেও ভয়াবহ চেহারা নিয়েছে করোনা। সেখানকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় মোট ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে সেখানে। আক্রান্তের সংখ্যাও সেখানে ক্রমশ বেড়েই চলেছে বলে জানা যাচ্ছে।