
Viral Video Of Pakistan air base: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের তিনটি এয়ারবেস কেঁপে উঠল বিস্ফোরণে। যারমধ্যে একটি ইসলামাবাদ থেকে মাত্রে ১০ কিলোমিটার দূরে। শনিবার ভোর রাতে ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। যার পরই পাকিস্তান সরকার সমস্ত বেসামরিক ও বাণিজ্যিক যনবাহনের জন্য দেশের আকাশসীমা বন্ধদ করে দিয়েছে। ভারত পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করার কয়েক ঘণ্টা পরে এদিন সকালে শ্রীনগরেও একাধিক বিস্ফোরণ হয়।
পাকিস্তান সরকার দাবি করছে বিস্ফোরণগুলি তিনটি এয়ারবেসে হয়েছে। একটি হল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। এটি ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। পাকিস্তানি মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় এই এলাকার বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। যদিও এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি সেই ভিডিওগুলি সত্য কিনা।
যদিও এই ভিডিওর সত্যত যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলি ভাইরাল হয়েছে।
নূর খান বিমানবন্দর পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। এটি আগে চাকলালা বিমানঘাঁটি নামেও পরিচিত ছিল। এখানে সামরিক বিমান ওঠনামার পাশাপাশি ভিআইপিদেরও পরিষেবা দেওয়া হয়। নূর খান বিমানঘাঁটি ছাড়াও মুরদি বিমানঘাঁটি ও পঞ্জাব প্রদেশের ঝাং দেলার রিফিকি বিমান ঘাঁটিতে হামলা চালান হয়েছে।
নূর খান বিমানঘাঁটি মূলত লজিস্টিক ও রিফুয়েলিং হিসেবে কাজ করে। পঞ্জাব প্রদেশের শোরকোটে অবস্থিত পিএএফ ঘাঁটি রিফিকি পাকিস্তনের অন্যতম প্রধান যুদ্ধ বিমানঘাঁটি হিসেবে কাজ করে। এখানেই রয়েছে চিনা জেএফ-১৭ যুদ্ধ বিমান ও ফ্রান্সের তৈরি মিরাজ -৫ যুদ্ধবিমান আর অ্যালুয়েট-৩ হেলিকপ্টাপ। আরও একাধিক যুদ্ধবিমান রয়েছে।
মুরিদ বিমানঘাঁটি হল পাকিস্তানের প্রধান রোবোটিক বা মানুষ বিহীন যান UAV কেন্দ্র। এখান থেকে মূলত ড্রোনগুলি নিয়ন্ত্রণ করে পাকিস্তান। এখান থেকে পাকিস্তান একধিক গোয়েন্দা কার্যকলাপও পরিচালিত করে।
এদিন থেকে পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানেরও বেসামিরক বিমান বা উড়ানের জন্যও বন্ধ আকাশসীমা। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে একটি নোটিশ টু এয়ারম্যান (NOTAM) এর মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।