Pulwama: রাহুল গান্ধী-সত্যপাল মালিকের ভিডিও দেখিয়ে পুলওয়ামা হামলার দায় অস্বীকার পাক সেনার

Published : May 10, 2025, 12:48 AM ISTUpdated : May 10, 2025, 01:53 AM IST
Rahul Gandhi

সংক্ষিপ্ত

Pulwama Terrorist Attack: ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক হয়েছিল। ৬ বছর পর সেই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিল পাকিস্তানি সেনা (Pakistan Army)।

Pulwama Terrorist Attack 2019: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় (Pulwama) জঙ্গি হামলা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। ৬ বছর পর সেই ঘটনার কথা উল্লেখ করে ভারতকে আক্রমণ করছে পাকিস্তানি সেনা (Pakistan Army)। বিদেশি সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপরাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal Malik) পুরনো সাক্ষাৎকার দেখিয়ে পুলওয়ামায় জঙ্গি হামলায় নিজেদের দায় অস্বীকার করছে পাকিস্তান। সেই সাক্ষাৎকারে রাহুল ও সত্যপাল দাবি করেছিলেন, ভোটের স্বার্থে কেন্দ্রীয় সরকারই জঙ্গি হামলা করিয়েছে। এখন সীমান্তে উত্তেজক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের হাতিয়ার সেই ভিডিও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস ও রাহুলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

৬ বছর আগে পুলওয়ামায় ঠিক কী হয়েছিল?

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্ব যখন ভালোবাসার দিন উদযাপন করছিল, ঠিক সেদিনই পুলওয়ামায় জঙ্গি হামলা চালানো হয়। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে ৭৮টি বাসে প্রায় ২,৫০০ জওয়ানকে নিয়ে সিআরপিএফ-এর (CRPF) কনভয় যাচ্ছিল। সেই সময় ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। সিআরপিএফ কনভয় পুলওয়ামায় পৌঁছনোর পরেই রাস্তার উল্টোদিক থেকে আসা একটি গাড়ি সিআরপিএফ কনভয়ের সঙ্গে থাকা গাড়িকে ধাক্কা সামনে। সামনে থেকে আসা গাড়িটি সিআরপিএফ কনভয়ে থাকা গাড়িতে ধাক্কা খাওয়ার পরেই বিস্ফোরণ হয়। এই প্রাণঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান।

 

 

পুলওয়ামায় হামলার দায়স্বীকার জইশ-ই-মহম্মদের

পুলওয়ামায় জঙ্গি হামলার দায়স্বীকার করে কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)। কিন্তু তা সত্ত্বেও এই জঙ্গি হামলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। বিরোধী দলগুলি দাবি করে, লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর সহানুভূতি আদায় করার লক্ষ্যে জঙ্গি হামলার চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার। পাল্টা বিরোধীদের আক্রমণ করে বিজেপি। ৬ বছর পর ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন ফিরে এল সেই বিতর্ক। এবারও কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া