সম্পর্কের তিক্ততা ভুলে বর্তমানে ইমরানের পাশে প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ

ইমরানের উপর হাওয়া ভয়াবহ হামলায় প্রভাব ছাড়িয়েছে দেশের গন্ডি। বিদেশিনী প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এর কাছে খবর পৌঁছতেই উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর এই প্রাক্তনী।

Bhaswati Mukherjee | Published : Nov 3, 2022 10:10 PM IST

ইমরানের রঙিন জীবনে এসেছে একের পর এক ভালোবাসা। দারুন সেসব প্রেম সময়ের পরতেই পরিণতি পেয়েছে তিক্ততায়। কিন্তু একসময় যে কাছের মানুষ ছিল তার বিপদে তার পাশে দাঁড়ানোটা কোথাও কর্তব্য। আর সেই কর্তব্যই পালন করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।২০০৪ সালে বিবাহ বিচ্ছিনা হন তিনি। খানের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাবার পরই পাকিস্তান ছাড়েন জেমিমা। তারপর কেটে গেছে অনেক গুলো বছর। ভালোবাসা কোথাও চাপা পরে গেছিলো সময়ের পড়তেই। বৃহস্পতিবার ইমরানের উপর গুলি চালানোর ঘটনা প্রকাশ পেতেই ঘটনায় কোথাও বুক কেঁপে ওঠে জেমিমার। উদ্বেগ প্রকাশ করেন তিনি । এমনকি যে যুবক ইমরানের উপর হাওয়া হামলা ভেস্তে দিয়েছিলো তার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ,ওই যুবকের প্রশংসাও করলেন তিনি। পোস্টে লেখেন , " ঘটনাটি ভয়ঙ্কর তবুও আক্রমণ থেকে নিরাপদে ইমরান রক্ষা পেয়েছেন তার জন্য জন্য ঈশ্বরকে ধন্যবাদ

ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ডক্টর ফয়সাল সুলতান সহ অন্যান্য চিকিৎসকদের একটি দল এখন ইমরানের চিকিৎসা করছেন। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে ইমরান এখন বিপদমুক্ত তবুও চিকিৎসকরা এখন তাকে নজরে রাখছেন।

Latest Videos

তিনি বলেন খানের ছেলেরা সত্যই সাহসী। বন্দুকধারীদের সঙ্গে মোকবিলা করে তারা তাদের বাবার প্রাণ বাঁচিয়েছে। এমনকি ইবতিসাম নামের ওই যুবকের ছবি পোস্ট করে তিনি লেখেন যে এই সেই ব্যক্তি যে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার চেষ্টা ব্যর্থ করেছে ।

ইবতিসাম সংবাদমাধ্যমকে বলেন, যে হামলাকারী ওই বন্দুকধারী গুলি করার জন্য প্রস্তুত ছিল না। তিনি আরও বলেন যে হামলাকারীর ব্যবহৃত পিস্তলটি ছিল স্বয়ংক্রিয়। তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার পরও তা থেকে গুলি চলছিল।

চেয়ারম্যানের ওপর ‘কাপুরুষোচিত হামলার’ তীব্র নিন্দা করেছেন তিনি।

আরও পড়ুন 

শেহবাজ শরীফ সহ আরও দুজন অনেকদিন আগে থেকেই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে -দাবি ইমরানের

পাক সেনাবাহিনী ও পিটিআই এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগানোর জন্য প্রধান দায়ী হলো বিরোধী শিবিরগুলো, দাবি ইমরানের

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়