
Major Embarrassment For Mohsin Naqvi: পাকিস্তানিদের কেউই বিশ্বাস করে না। শুধু সাধারণ পাকিস্তানিদেরই না, মন্ত্রীদেরও বিশ্বাসযোগ্যতা নেই। লন্ডনে (London) ফের তা দেখা গেল। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan’s Interior Minister) মহসিন নকভির (Mohsin Naqvi) গাড়ি থামিয়ে তল্লাশি চালাল লন্ডন পুলিশ (London Police)। কারণ, পুলিশ সন্দেহ করেছিল, নকভির গাড়িতে বিস্ফোরক বা মাদক থাকতে পারে। তল্লাশিতে সেরকম কিছু পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই তল্লাশির ঘটনায় প্রবল বিড়ম্বনার মুখে পড়েছেন পাকিস্তানের মন্ত্রী। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নকভিকে ব্যঙ্গ করছেন। লন্ডন পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। নকভিও প্রকাশ্যে মন্তব্য করেননি। কিন্তু তিনি বিড়ম্বনার মুখে পড়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) আসিম মুনিরের (Asim Munir) বিরোধী হিসেবে পরিচিত রাজনীতিবিদ শাহজাদ আকবর (Shahzad Akbar) ও আদিল রাজাকে (Adil Raja) ব্রিটেন (Britain) থেকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করার জন্য লন্ডনে গিয়েছেন নকভি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিশেষ সহকারী ছিলেন আকবর। পাক সেনার অফিসার ছিলেন রাজা। তাঁদের দেশে ফেরাতে চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। এ বিষয়ে আলোচনার জন্য পাক সরকারের প্রতিনিধি হিসেবে লন্ডনে গিয়েছেন নকভি। কিন্তু সেখানে গিয়ে তাঁর অভিজ্ঞতা ভালো হল না। পাকিস্তানের মন্ত্রীর প্রতি কোনওরকম সম্মান প্রদর্শন করেনি লন্ডন পুলিশ।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান নকভি। তিনি এবারের এশিয়া কাপ (Asia Cup 2025) ফাইনালের পর থেকে 'ট্রফি চোর' হিসেবে পরিচিত। কারণ, ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায় ট্রফি ও পদক নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান নকভি। তিনি এখনও পর্যন্ত ভারতীয় দলকে ট্রফি দেননি। ফলে অনেকেই তাঁর সমালোচনা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।