Asia Cup 2025 Trophy: এশিয়া কাপের ইতিহাসে এর আগে কখনও এই পরিস্থিতি তৈরি হয়নি। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রায় এক মাস কেটে গেলেও, এখনও ট্রফি হাতে পায়নি ভারতীয় দল। এ বিষয়ে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই (BCCI)।

DID YOU
KNOW
?
এশিয়া কাপে সফলতম ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা।

Asia Cup 2025: ভারতীয় দলকে এশিয়া কাপ ট্রফি দেওয়া নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার আইসিসি-র (ICC) দ্বারস্থ হচ্ছে বিসিসিআই (BCCI)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান তথা পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan’s Interior Minister) মহসিন নকভির (Mohsin Naqvi) প্রস্তাব খারিজ করে দিয়েছে বিসিসিআই। চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি পায়নি ভারতীয় দল। এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি ও পদক চুরি করে পালিয়ে যান নকভি। পরে অবশ্য তিনি দুবাইয়ে (Dubai) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে ট্রফি পাঠিয়ে দেন। কিন্তু তারপরেও ভারতীয় দলকে ট্রফি দেওয়া হয়নি। নকভি প্রস্তাব দেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতর থেকে ট্রফি নিতে পারে বিসিসিআই। এক কর্তা ও এক খেলোয়াড় দুবাইয়ে গিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নিতে পারেন। তারপর ভারতে ট্রফি জয় উদযাপনের জন্য কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারে বিসিসিআই। কিন্তু নকভির হাত থেকে ট্রফি নেবে না বলেই এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। এখনও সেই অবস্থানই রয়েছে। ভারতে ট্রফি ও পদক পাঠিয়ে দিতে রাজি হচ্ছেন না নকভি। এই কারণেই তাঁর বিরুদ্ধে আইসিসি-র দ্বারস্থ হচ্ছে বিসিসিআই।

কবে ট্রফি পাবে ভারতীয় দল?

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান অনড় মনোভাব নেওয়ায় আইসিসি-র আসন্ন বৈঠকে বিষয়টি উত্থাপন করার পরিকল্পনা করছে বিসিসিআই। ট্রফি দেওয়া নিয়ে আমরা তাঁর জবাব গ্রহণ করব না।' দুবাইয়ে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে আইসিসি-র বৈঠক। সেই বৈঠকেই এশিয়া কাপ ট্রফি দেওয়া নিয়ে টালবাহানার বিষয়ে নকভির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে বিসিসিআই

ভারতের পাশে শ্রীলঙ্কা, আফগানিস্তান

এশিয়া কাপ ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা (Sri Lanka) ও আফগানিস্তান (Afghanistan) ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছে বিসিসিআই। এই দুই ক্রিকেট বোর্ডই ভারতীয় দলকে এশিয়া কাপ ট্রফি দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ট্রফির উপর অন্যায্য দাবি ছাড়তে রাজি হননি নকভি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।