মুম্বই হামলার অন্যতম চক্রী 'মাক্কি'র অস্বাভাবিক মৃত্যু! হটাৎ করে কী এমন হল তাঁর?

পাকিস্তানে ফের এক জঙ্গির মৃত্যু। 

পাকিস্তানে ফের এক জঙ্গির মৃত্যু। ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী তথা জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইবার উপপ্রধান (ডেপুটি চিফ) আব্দুল রহমান মাক্কির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নীপতি মাক্কির ঠিক কীভাবে মৃত্যু হল, তা নিয়ে সরকারিভাবে কোনও তথ্য এখনও অবধি জানায়নি পাকিস্তান সরকার। তবে সেই দেশের কয়েকটি সংবাদমাধ্যম বলছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

Latest Videos

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ মাক্কি লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। লস্কর নেতা মাক্কিকে গতবছর একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

তার আগে আমেরিকাও তাঁকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে মাথার দাম ২৫ হাজার ডলার ঘোষণা করেছিল। ২৬/১১-র মুম্বই হামলার চক্রান্তে হাফিজ এবং লস্কর কমান্ডার জাকিউর রহমান লকভিকে সহায়তার পাশাপাশি গত কয়েক বছর ধরে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে বারবার মাক্কির নাম উঠে এসেছে।

মাক্কি ছিল লস্করের রাজনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগীয় প্রধান। এই বিভাগের কাজই হল তরুণদের সন্ত্রাসবাদী গোষ্ঠীতে নিয়ে এসে তাদের মগজধোলাই করা। হাফিজের ‘স্বেচ্ছাসেবী সংগঠন’জামাত-উদ-দাওয়ারও আর্থিক বিষয় সংক্রান্ত দিকগুলি মাক্কি দেখতেন বলে জানা গেছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পাকিস্তানের মাটিতে সক্রিয় ভারতবিরোধী জঙ্গি সংগঠনগুলির নেতাদের নিঃশব্দে সাবাড় করছে নয়াদিল্লী। ইদানীং সময়ে পাক মাটিতে খুন এবং রহস্যমৃত্যুর শিকার জঙ্গি নেতাদের তালিকায় রয়েছেন, লস্কর-ই-তইবার নেতা আক্রম খান, আক্রম গাজ়ি, আনদান আহমেদ, মৌলানা জিয়াউর রহমান এবং মুফতি কায়সর ফারুক।

শুধু তাই নয়, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর নেতা আজ়ম চিমা, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের লস্কর কমান্ডার রিয়াজ় আহমেদ ওরফে আবু কাসিম, পঠানকোট হামলার মূল চক্রী, জইশ-ই-মহম্মদ নেতা শাহিদ লতিফ, ইউনাইটেড জিহাদ কাউন্সিল (ইউজেসি) এবং তেহরিক-উল-মুজাহিদিন (টিইউএম) জঙ্গিগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ জামিল-উর-রহমান, হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বশির পীর, খলিস্তান লিবারেশন ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা লখবীর সিংহ রোড়ে, খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিংহ পঞ্জওয়ারও রয়েছেন এই তালিকায়। তাহলে কি ‘RAW’এর বড় সাফল্য?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News