তারা নাকি জঙ্গিদের আশ্রয় দেয় না! সবার সামনে মুখোশ খুলে গেল পাকিস্তানের, জনসভায় মাসুদ?

পাকিস্তান মানেই যেন সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর। 

আর মুখে খালি বড় বড় কথা, পাকিস্তান নাকি জঙ্গিদের আশ্রয় দেয় না।

সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, পড়শি দেশের বাহাওয়ালপুরে একটি জনসভায় নাকি ভাষণ দিতে দেখা গেছে পুলওয়ামা হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী এই জঙ্গি নেতাকে। আর তারপরই ইসলামাবাদকে তীব্র আক্রমণ করল ভারত।

Latest Videos

বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে, যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে তা পাকিস্তানের দ্বিচারিতাকেই নতুনভাবে সামনে আনল। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “আমাদের দাবি, আজহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পাকিস্তান। অথচ বলা হয়, ও নাকি পাকিস্তানে নেই। কিন্তু এই রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে তা পাকিস্তানের দ্বিচারিতাকেই তুলে ধরবে সবার সামনে। মাসুদ আজহার ভারতে সীমান্ত পেরিয়ে এসে জঙ্গি হামলার সঙ্গে সরাসরি যুক্ত। আমাদের দাবি একটাই, কড়া পদক্ষেপ নিতেই হবে ওর বিরুদ্ধে।”

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই শোনা গেছিল যে, বিস্ফোরণে নাকি নিহত হয়েছে মাসুদ। নেটিজেনদের দাবি ছিল, একটি গাড়িতে ছিল মাসুদ আজহার। আর সেই বিস্ফোরণে কার্যত, তছনছ হয়ে গেছিল। কখনও আবার এমনও শোনা গেছে যে, সে নাকি শয্যাশায়ী।

বছর দুয়েক আগেই পাকিস্তানি আধিকারিকরা দাবি করেছিল যে, মাসুদ আজহার নাকি আফগানিস্তানে আছে এবং সেখানে তালিবানিদের সুরক্ষায় দিব্যি বসবাস করছে। তবে এক বছর আগে একবার তাঁকে একটি বিয়েবাড়িতে দেখতে পাওয়া গেছিল বলে শোনা যায়। তবে বছরের শেষে শোনা গেল যে, একটি জনসভাতে ভাষণ দিয়েছেন তিনি।

আসলে পাকিস্তান মানেই জঙ্গিদের অবাধ বিচরণ। আর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার একেবারে শীর্ষে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ