India-Pakistan Conflict: ৪ দিনে ১৪ বার! পাকিস্তানের মিথ্যার পর্দাফাঁস

Published : May 10, 2025, 10:46 PM ISTUpdated : May 10, 2025, 10:56 PM IST
Pakistan PM Shehbaz Sharif (File Photo/@CMShehbaz)

সংক্ষিপ্ত

Operation Sindoor: ভারতীয় সেনাবাহিনীর গৌরব ও শৌর্যের প্রতীক 'অপারেশন সিঁদুর'। ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে পাকিস্তান। তবে সব মিথ্যা প্রচারই খণ্ডন করে দিয়েছে ভারত।

India-Pakistan Conflict: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ-বিরতি (India-Pakistan Military Understanding) ঘোষণার পরেই ফের হামলা পাকিস্তানের। শনিবার ঘোষণা করা হয়, এদিন বিকেল পাঁচটা থেকে দুই দেশের সেনাবাহিনী জল, স্থল বা আকাশপথে কোনও ধরনের আক্রমণ করবে না। কিন্তু রাত গড়াতেই সেই চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর থেকে এখনও পর্যন্ত এমন কোনও দিন যায়নি, যেদিন পাকিস্তান মিথ্যা কথা বলেনি। পাকিস্তানের ব্যাপক ক্ষতি করেছে ভারতীয় সেনা। কিন্তু নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে তারা একের পর এক মিথ্যা কথা বলেছে। যদিও ভারতীয় সেনাবাহিনী সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের প্রতিটি মিথ্যার পর্দাফাঁস করেছে। ৪ দিনে কীভাবে পাকিস্তানের ১৪টি মিথ্যার ফাঁস হল? আসুন জেনে নিই।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১

৭ মে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ৯ জায়গায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্যে করে আঘাত হানে ভারতীয় সেনা। এর ফলে শতাধিক সন্ত্রাসবাদী নিকেশ হয়। যদিও পাকিস্তান মাত্র ২৪ জনের মৃত্যু এবং ৪৬ জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-২

ভারতের এই পদক্ষেপকে যতটা সম্ভব কম গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রথমে পাকিস্তান মাত্র তিন জায়গায় আক্রমণের কথা বলে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) পাঁচ জায়গায় আক্রমণের কথা স্বীকার করেন। পরে বলা হয়, ৬ জায়গায় ২৪টি আক্রমণ হয়েছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৩

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif) ব্লুমবার্গকে বলেন যে তাদের সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে যুদ্ধবন্দী করেছে। যখন পাকিস্তানের কাছে প্রমাণ চাওয়া হয়েছিল, তখন তারা বলেছিল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও রয়েছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৪

পাকিস্তানের একটি চ্যানেল ভারতের জোড়া রাফাল যুদ্ধবিমান ধ্বংস করার কথা বলেছে। অথচ ভারতের কোনও যুদ্ধবিমানের কোনও ক্ষতি হয়নি।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৫

পাকিস্তানিরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ছবি এবং ভিডিও শেয়ার করেছে। যেগুলিকে ভারতীয় বিমান ধ্বংস করার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৬

পাকিস্তানিরা সোশ্যাল মিডিয়ায় কান্নারত শিশু এবং ধ্বংসপ্রাপ্ত মসজিদের ছবিও শেয়ার করেছে। এই ছবিগুলি গাজা, সিরিয়া এবং ইয়েমেনের ছিল।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৭

ভারতের ড্রোন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে সেখানকার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা ভারতীয় ড্রোনকে কেন ধ্বংস করেনি? এর উত্তরে আসিফ বলেছিলেন, ভারতের ড্রোনগুলি পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ইউনিটের অবস্থান জানার জন্য এসেছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তাদের অবস্থান প্রকাশ করতে চায়নি, তাই তাদের ধ্বংস করেনি।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৮

পাকিস্তানের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে যে তাদের সেনাবাহিনী ভাটিন্ডা এবং আখনুরে জোড়া মিগ বিমান ধ্বংস করেছে। যদিও রিভার্স ইমেজ সার্চ করার পর পাকিস্তানের এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। আসলে, তাদের শেয়ার করা ভিডিওটি ২১ মে ২০২১ সালের ছিল। তখন পাঞ্জাবের মোগায় মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাতে একজন পাইলটের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের মিথ্যা নম্বর-৯

পাকিস্তান দাবি করেছে যে তারা দিল্লি বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে, যাতে বিমানবন্দর ধ্বংস হয়ে গিয়েছে। বাস্তবে পাকিস্তানিরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি শেয়ার করেছিল, সেটি একটি তেল ডিপোতে আগুন লাগার ঘটনার ছিল। এভাবে পিআইবি ফ্যাক্ট চেকে পাকিস্তানের এই মিথ্যা ধরা পড়ে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১০

পাকিস্তানের এআই-কে নিউজ পুরনো ভিডিও দেখিয়ে দাবি করেছে যে তাদের সেনাবাহিনী উধমপুর বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। অথচ পিআইবি ফ্যাক্ট চেকে এই ভিডিওটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ভিডিওটি রাজস্থানের হনুমানগড়ে ৮ মে ২০২৫ সালে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনার।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১১

পাকিস্তানি সংবাদমাধ্যম ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবিও করেছে। পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে বলা হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। পিআইবি-র ফ্যাক্ট চেকে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১২

পাকিস্তান তাদের যুদ্ধবিমান জেএফ-১৭ দিয়ে ভারতের এস-৪০০ এবং ব্রহ্মোস মিসাইল ঘাঁটিতে ক্ষতি করার কথা বলেছে, যা সম্পূর্ণ মিথ্যা।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১৩

পাকিস্তান বলেছে যে তারা ভারতের বিমানঘাঁটি সিরসা, জম্মু, পাঠানকোট, বাথিন্ডা, নালিয়া এবং ভুজে আক্রমণ করেছে। এই দাবিও সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

পাকিস্তানের মিথ্যা নম্বর-১৪

পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে ভারত মসজিদগুলির ক্ষতি করেছে। অথচ ভারত কোনও ধর্মীয় স্থানের ক্ষতি করেনি। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং তার সেনাবাহিনী তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত