Pahalgam: পহেলগাঁওয়ে হামলাকারীদের 'স্বাধীনতা সংগ্রামী' বললেন পাক উপ-প্রধানমন্ত্রী, তোপ কানেরিয়ার

Published : Apr 25, 2025, 03:04 PM ISTUpdated : Apr 25, 2025, 03:36 PM IST
pakistan foriegn minister  ishaq dar

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান সরকার যে এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল, তা ক্রমশঃ স্পষ্ট হয়ে যাচ্ছে।

Danish Kaneria Attacks Pakistan Deputy Prime Minister: পহেলগাঁওয়ে (Pahalgam) হামলা চালিয়ে নিরীহ পর্যটকদের যারা হত্যা করেছে, সেই জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার (Ishaq Dar)। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাক উপ-প্রধানমন্ত্রী বলেন, '২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে, তারা স্বাধীনতা সংগ্রামী হতে পারে।' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে তীব্র আক্রমণ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। তিনি পাকিস্তান সরকারকেও আক্রমণ করেছেন। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদত দেয়, সে কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া হল বলেও দাবি করেছেন কানেরিয়া। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসবাদীদের স্বাধীনতা সংগ্রামী বলছেন, তখন তা শুধু মর্যাদাহানিকরই নয়, প্রকাশ্যে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসের কথা স্বীকার করে নেওয়া।’

পাকিস্তান সরকারকে তীব্র আক্রমণ কানেরিয়ার

বিভিন্ন ইস্যুতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে মুখ খোলায় হমকির মুখে পড়তে হচ্ছে কানেরিয়াকে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করছেন, হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতিতে কানেরিয়া 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘আমি পাকিস্তান বা পাকিস্তানের মানুষের বিরুদ্ধে না। সন্ত্রাসবাদের ফলে পাকিস্তানের সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাঁদের এমন নেতৃত্ব দরকার যাঁরা শান্তির পক্ষে থাকবেন। তাঁরা না যাঁরা জঙ্গিদের আশ্রয় দেবেন বা নিরীহ মানুষ খুন হওয়ার সময় নীরব থাকবেন। আমি একসময় গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি পরেছি। আমি ক্রিকেট মাঠে রক্ত ও ঘাম ঝরিয়েছি। কিন্তু পহেলগাঁওয়ে হামলার শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমার সঙ্গে তার চেয়ে আলাদা কিছু করা হয়নি। হিন্দু হওয়ার জন্যই আমাকে নিশানা করা হয়েছে। যারা সন্ত্রাসবাদের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করে, তাদের লজ্জিত হওয়া উচিত। যারা খুনিদের আড়াল করে, তাদের লজ্জা পাওয়া উচিত। আমি সত্যের পক্ষে থাকি। আমি মানবতার পক্ষে থাকি। আমি বিশ্বাস করি, পাকিস্তানের মানুষও তাই করেন। তাঁদের বিপথে চালিত করা উচিত নয়। যারা খারাপ, তাদের পক্ষে থাকবেন না।’

 

 

কানেরিয়াকে গ্রেফতারের দাবি

বারবার প্রকাশ্যে পাকিস্তান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় অনেকে কানেরিয়াকে গ্রেফতারের দাবি তুলেছে। তবে এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, তিনি এসব হুমকিতে ভয় পান না। তিনি নিজের মতে অটল থাকবেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া