আমেরিকায় বসে ভারতের বিরুদ্ধে লম্ফঝম্ফ পাকিস্তানের, সিন্ধু জলচুক্তি নিয়ে মোদীকে কড়া বার্তা শাহবাজের

Published : Aug 14, 2025, 08:43 AM IST

Pakistan PM On India: আমেরিকায় বসে লাগাতার ভারতকে হুমকি পাকিস্তানের। সিন্ধু জলচুক্তি কার্যকর না করলে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে হুমকি

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতের বিরুদ্ধে তেতে  রয়েছে পাকিস্তান। একে বাতিল সিন্ধু জলচুক্তি। তার উপর চেনাব নদীর উপর ভারতের বাঁধ নির্মাণের খবরে আগুনে যেন ঘৃতাহুতি। এবার আমেরিকা বসেই ভারতকে কোণঠাসা করতে লাগাতার হুমকি পাকিস্তানের। পাক সেনা প্রধান আসিফ মুনিরের পর এবার  ভারতকে ফের হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

25
ভারতকে শাহবাজের হুমকি

আমেরিকায় বসেই ভারতকে শাহবাজের হুমকি- সিন্ধু জলচুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তানের একফোঁটা জলও কেড়ে নেওয়া হলে তার যোগ্য জবাব দেওয়া হবে ভারতকে। গত মঙ্গলবারই এক জনসভা থেকে নাম না করে ভারতকে শাহবাজের হুঁশিয়ারি-''আজ আমাদের শত্রুপক্ষকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, পাকিস্তানের একফোঁটা জলও কেড়ে নেওয়া হলে তার যোগ্য জবাব দেবে পুরো পাকিস্তানবাসী। এমন শিক্ষা দেব যে সারাজীবন পস্তাবেন।'' তবে এই তালিকায় শাহবাজ একা নন। ভারতকে এর আগে  হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিফ মুনির ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো।

35
পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে কী বলছে ভারত?

এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লাগাতার হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলের অবশ্য দাবি, ভারতের হাতে চড় খেয়ে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিতে আমেরিকাকে এবার পাশে চাচ্ছেন শাহবাজ। আমেরিকার মন জিতেই ভারতের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছে ইসলামাবাদ। 

45
বাঁধ নিয়ে ভারতকে হুঁশিয়ারি

এখানেই শেষ নয়। গত রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আসাদ আদনানের নৈশভোজে উপস্থিত হয়ে ভারতের বাঁধ দেওয়া প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিফ মুনির। তিনি বলেন, ‘’ভারত বাঁধ দিক তাতে কোনও সমস্যা নেই। বাঁধ যখন তৈরি হয়ে যাবে দশটা মিসাইল ছুঁড়ে বাঁধ ধ্বংস করে দেব আমরা।''

55
মোদীর মোকাবিলায় যুদ্ধের হুঁশিয়ারি

একই সঙ্গে তিনি আরও  বলেন, ‘’যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর ওপর কোনও কাঁটাছেড়া করেন তাহলে তা হবে আমাদের ইতিহাস-সংস্কৃতি ও সভ্যতার ওপর হামলা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে সিন্ধু ও তার সবকটি উপনদী দখল করে নেব আমরা।''

Read more Photos on
click me!

Recommended Stories