মার্কিন মুলুকে দাঁড়িয়ে ভারতকে ১০টি মিসাইল হামলার হুমকি, পাক সেনা প্রধান আসিম মুনিরের

Published : Aug 11, 2025, 10:12 AM IST

আসিম মুনির বলেছেন, 'পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব'। 

PREV
15
আমরিকার মাটিতে পাকিস্তানের হুমকি

'অপারেশন সিঁদুর' অভিযানে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এখনও একাধিক এয়ারবেস চালু করতে পারেনি। কিন্তু এরই মধ্যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। তবে শুধুমাত্র ভারত নয়, অর্ধেক বিশ্বকেই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আসিম মুনির মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানও পারমাণবিক শক্তধর দেশ। তিনি বিশেষ করে ভারতে ১০টি মিশাইল হামলার হুমকি দিয়েছেন।

25
আসিম মুনির হুমকি

ফ্লরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে উপস্থিত ছিলেন পাক সেনা প্রধান। সেখানে দাঁড়িয়ে তিনি ভারতকে হুমকি দেন। তিনি বলেছেন, 'পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব'। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এভাবে কোনও দেশকেই এর পূর্বে এভাবে হুমকি দিতে দেখা যায়নি।

35
ভারতে হুমকি

আসিম মুনির বিশ্বের সঙ্গে বিশেষভাবে ভারতকেও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, 'ভারত বাঁধ তৈরি করব। আমরা অপেক্ষ করব। যখন বাঁধ তৈরি শেষ হয়ে যাবে তখন ১০টি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব।' সিন্দু জল চুক্তি নিয়ে পহেলগাঁও হামলার পর থেকেই সিন্দু জলচুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ভারত জানিয়েছে ইচ্ছে মত জল দেবে। অন্যদিকে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা সিন্দু নদের জলের ওপর নির্ভরশীল।

45
সিন্ধু নদ বিতর্কে মন্তব্য

পাক সেনা প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে দিয়ে সিন্ধু নদ ইস্যুতেও মন্তব্য করেন। তিনি বলেন, 'সিন্ধু নদ ভারতের পৈত্রিক সম্পত্তি নয়। পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। ' তবে ভারত এখনও পর্যন্ত এই বিষয়ে ভারত এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

55
পাক-মার্কিন বন্ধুত্ব

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব গাড় হচ্ছে। পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও পাকিস্তানে খনিজ তেলের ভাণ্ডার কতটা রয়েছে তা এখনও জানা যায়নি। কিন্তু পহেলগাঁও হামলার পরপরই পাক সেনাপ্রধান মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বসেছিলেন।

Read more Photos on
click me!

Recommended Stories