
Pakistan Blast News: নিজের দেশেই আত্মঘাতী বোমা হামলায় বিপর্যস্ত পাকিস্তান। প্রাণহানি ঘটেছে অন্তত ১৩ জনের। ঘটনার দায় কারও উপর চাপাতে না পেরে সরাসরি ভারতের ঘাড়েই দায় চাপাল পাকিস্তান। পাকিস্তানের এই আত্মঘাতী বোমা হামলার পিছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। যা নিয়ে রবিবার কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
সূত্রের খবর, ওয়াজিরিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। এই হামলার জন্য ভারতকেই দায়ী করার চেষ্টা করেছে পাকিস্তান। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে (MEA) পাকিস্তানের এই অভিযোগের নিন্দা জানিয়ে বলেছে, "আমরা ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি। আমরা এই বিবৃতিকে প্রত্যাখ্যান করছি এবং এটি ঘৃণার যোগ্য।"
শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক কনভয় লক্ষ্য করে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, একজন স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এছাড়াও, ১৯ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। সূত্রের খবর, এই হামলাটি পাকিস্তানে উপজাতীয় অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার আরেকটি দৃষ্টান্ত। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সঙ্গে সম্পর্কিত হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তানে এটি অন্যতম মারাত্মক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাটি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় এক ডজনেরও বেশি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম খাইবার ক্রনিকলস-এর বরাত দিয়ে জানানো হয়েছে যে, শনিবারের এই হামলাটি উত্তর ওয়াজিরিস্তানের মীর আলির খাদি বাজারে সংঘটিত হয়েছে। প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাকারী একজন বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের গাড়ির কাছে বিস্ফোরক ছুঁড়ে দেয়, যার ফলে ১৩ জন নিহত হয়। আল জাজিরা সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় ১৪ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অস্থির খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হওয়া একক দিনের সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে এটি একটি। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তান তালেবানের (টিটিপি) একটি গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে কাবুলে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের আওতাধীন অঞ্চলে হিংসা পরপর বাড়ছিল। ইসলামাবাদ বারবার আফগান তালিবানকে পাকিস্তানের উপর হামলা চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ করেছে -- তালিবান এই অভিযোগ অস্বীকার করে চলেছে। ডনের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, ফেব্রুয়ারিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম তহসিলে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।