Pak Afghan Ceasefire: লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণের পর অবশেষে সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হল পাকিস্তান-আফগানিস্তান। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
লাগাতার আক্রমণ এবং পাল্টা আক্রমণের পর অবশেষে সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হল পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার কাতারের রাজধানী দোহায় শান্তি বৈঠকে যোগ দিয়ে পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশ সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।
25
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি
এই বিষয়ে শনিবার রাতেই কাতারের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সঙ্ঘর্ষ বিরতির কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, এদিন দোহায় শান্তি বৈঠকে আফগানিস্তান-পাকিস্তান ছাড়াও যোগ দিয়েছিল তুরস্ক।
35
শান্তির বার্তা
রবিবার সকালে কাতার বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, ‘’পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। এই মধ্যস্থতা করেছে কাতার আর তুরস্ক। সমঝোতার আলোচনার সময়ে দুই পক্ষই অবিলম্বে সংঘর্ষবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপে রাজি হয়েছে। আগামী দিনে এই সংঘর্ষবিরতিকে স্থায়ী করতে তারা আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।''
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে সাধারণ মানুষের উপর এই হামলার নিন্দা করা হচ্ছে। শুক্রবার পাক-আফগান সীমান্তের পাকতিকা এলাকায় নির্বিচারে হামলা চালায় পাক বাহিনী। সেই ঘটনায় তিন ক্রিকেটার সহ পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যুর খবরে ফুঁসে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।
55
শান্তি বৈঠকে কারা উপস্থিত ছিলেন?
জানা গিয়েছে, শনিবার কাতারের রাজধানী দোহায় আয়োজিত শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। এবং আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ্ মহম্মদ ইয়াকুব। যদিও দোহায় আয়োজিত এই শান্তি বৈঠক সাময়িক শান্তি আনলেও তা কতদিন স্থায়ী হবে এখন সেটাই দেখার।