
Pakistan Military Budget: ভারতের সঙ্গে সামরিক লড়াই এবং বিশাল সেনাবাহিনী রাখার ফলে ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তান (Pakistan)। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মোট ঋণ প্রায় ৭৬,০০০ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছে গিয়েছে। তারপরও পাকিস্তান শিক্ষা নিচ্ছে না। পাকিস্তান সরকার (Pakistan Government) এবং সেনাবাহিনী (Pakistan Army) উন্নয়নের পরিবর্তে অস্ত্র কেনাকে অগ্রাধিকার দিয়েছে। এর ফলে তারা প্রতিরক্ষা বাজেটে (Pakistan Defense Budget) ২০ শতাংশ বৃদ্ধি করেছে। মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘর্ষে পাকিস্তান যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে তারা উদ্বিগ্ন। এই কারণেই সেনাবাহিনীর জন্য বরাদ্দ বৃদ্ধি করা হল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন (Shehbaz Sharif) সরকার মঙ্গলবার যে বাজেট পেশ করেছে, তাতে প্রতিরক্ষা ব্যয়ে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদিও মোট ব্যয়ে ৭ শতাংশ কাটছাঁট করা হয়েছে। এর সরাসরি অর্থ হল সরকার সেনাবাহিনীর খরচ বাড়াচ্ছে, কিন্তু উন্নয়নমূলক কাজ এবং জনগণের কল্যাণে ব্যয় কমিয়ে দিচ্ছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব (Muhammad Aurangzeb) আশা প্রকাশ করেছেন যে আগামী আর্থিক বছরে আর্থিক বৃদ্ধি ৪.২ শতাংশ হবে। তিনি দাবি করেছেন, ইসলামাবাদ অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ২০২৩ সালে পাকিস্তান ঋণের কারণে দেউলিয়া হওয়ার অবস্থায় ছিল। পাকিস্তান ২০২৪-২৫ সালের জন্য ৫.৯ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৯ শতাংশ ঘাটতির কথা জানিয়েছে। মুদ্রাস্ফীতি ৭.৫ শতাংশ এবং আর্থিক বৃদ্ধি ৪.২ শতাংশ থাকবে বলে অনুমান করা হয়েছে।
পাকিস্তানের বাজেটে জুলাই-জুন ২০২৫-২৬ সালে প্রতিরক্ষার জন্য ২.৫৫ ট্রিলিয়ন রুপি (৯ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে। এতে সামরিক পেনশনের জন্য বরাদ্দকৃত ৭৪২ বিলিয়ন পাকিস্তানি রুপি (২.৬৩ বিলিয়ন ডলার) অন্তর্ভুক্ত নয়। এর ফলে মোট প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে ৩.২৯২ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি (১১.৬৭ বিলিয়ন ডলার)।
ভারত ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা বাজেট ৬,৮১,২১০.২৭ কোটি রুপি রেখেছে। গত বছরের তুলনায় ৯.৫৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।