Imran Khan: ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমাকে জেলের মধ্যেই মেরে ফেলা হতে পারে, আদালতে দাবি ইমরান খানের

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত, তার অন্যতম প্রধান সাক্ষী মকসুদকে মেরে ফেলা হয়েছিল ২০২২ সালে, তাঁর পরিণতিও ২০২৩ সালে জেলের মধ্যে একই রকম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।

আল কাদির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, দুর্নীতি থেকে ক্ষমতার অপব্যবহার, বহু অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করার পর থেকেই তাঁর রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ (PTI)-এর সমর্থকদের বিক্ষোভে গোটা দেশ জুড়ে আগুন জ্বলছে, ভাঙচুর চালানো হচ্ছে বিভিন্ন প্রশাসনিক ভবনে। সেই অশান্তির ভয়ে বুধবার আদালতে পেশই করা হয়নি ইমরান খানকে। তারপর অনেকক্ষণ আলোচনার পরে পুলিশের সদর দফতরেই বিশেষ আদালত বসানো হয় এবং সেখানে ইমরান খানকে নিয়ে আসা হয়। ৮ দিনের জন্য তাঁকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। তবে, এই আদালতেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাবের সদর দফতরে আপাতত বন্দি করে রাখা হয়েছে ইমরান খানকে। সেখানেই নাকি তাঁকে প্রচণ্ডভাবে শারীরিক অত্যাচার করা হচ্ছে, বুধবার বিশেষ আদালতে এমনই অভিযোগ তুলেছেন ইমরান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত, তার অন্যতম প্রধান সাক্ষী মকসুদকে মেরে ফেলা হয়েছিল ২০২২ সালে, তাঁর পরিণতিও ২০২৩ সালে জেলের মধ্যে একই রকম হতে পারে। শুধু শারীরিক অত্যাচারই নয়, জেলের অন্দরে তাঁকে শৌচাগারেও যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী ইমরান খান।

Latest Videos

জেলের অভ্যন্তরে যাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ফয়সল খানকে তাঁর কাছে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়, তার জন্য আদালতের কাছে বুধবার আর্জি জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের ক্রিকেটার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর এই গ্রেফতারিতে তাঁর প্রাণনাশের আশঙ্কা করছেন তাঁর আইনজীবী আফজাল মারওয়াত-ও। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে, জেলের অভ্যন্তরে আধাসামরিক বাহিনীর কর্মীরা ইমরানের মাথার পেছন দিকে এবং পায়ে প্রচণ্ডভাবে আঘাত করেছেন। অপরদিকে, ইমরান খান আরও একটি বিস্ফোরক অভিযোগ করেছেন যে, জেলের মধ্যে তাঁকে কোনও একটি অজানা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এই ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাঁকে ধীরে ধীরে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে স্বস্তি মিলবে কবে?
মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বৃহস্পতিবারের পেট্রোল-দর

Gold Silver Price: মে মাসে ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla