তবে দুঃসময় পেরিয়ে ফের আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)-কে পাশে পেয়েছে পাকিস্তান। আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৩০০ কোটি ডলারের অর্থসাহায্যের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহি থেকেও ১০০ কোটি ডলার জমা পড়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কে। ফলত বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ হয়েছে দেশের।