মোদীর কাছে 'মন খুলে' পাকিস্তানের সেনা বাহিনীর বিরুদ্ধে নালিশ পাক অভিনেত্রী হানিয়া আমিরের

Published : May 01, 2025, 05:10 PM ISTUpdated : May 01, 2025, 05:12 PM IST
Pakistani actress Hania Amir complains to Indian PM Narendra Modi against Pakistan Army bsm

সংক্ষিপ্ত

Hania Amir complains to Indian PM Narendra Modi: পাকিস্তান সেনা বাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন পাক-অভিনেত্রী হানিয়া আমির। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুঁকলেন তিনি। 

Hania Amir complains to Indian PM Narendra Modi: পাকিস্তান সেনা বাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন পাক-অভিনেত্রী হানিয়া আমির। তাও আবার অন্য কারোর কাছে নয়, সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। নিজের দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন হানিয়া আমির। পাশাপাশি তিনি সাহায্য চাইলেন নরেন্দ্র মোদীর কাছে।

হানিয়া আমিরের নামে সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে গোটা ঘটনার জন্য পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের বিরুদ্ধে লেখা হয়েছে। কাশ্মীরের হামলার নেপথ্যে তিনি ছিলেন বলেও দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে। পোস্টে লেখা হয়েছে, 'কাশ্মীরে যে কাণ্ড পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির ঘটিয়েছেন, তারজন্য পাকিস্তানের গোটা বিনোদন জগতে প্রভাব পড়েছে। ভারতে পাকিস্তানি শিল্পী সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ' ওই পোস্টে আরও বলা হয়েছে, 'আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিন্তু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছে কাশ্মীরের ঘটনার পিছনে। যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনার বিরুদ্ধে করুন। এখানকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।'

এই পোস্ট পাকিস্তানে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। অন্যদিকে এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতেও। কারণ ইতিমধ্যেই ভারত পাকিস্তানি শিল্পিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। হানিয়া আমির, মাহিরা খান-সহ একাধিক পাক-শিল্পির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। তাদের ভারতে ছবি করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে হানিয়া আমিরের পাকিস্তানি অনুগামীর পাশাপাশি ভারতীয় ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। পাকিস্তানের শিল্পি হানিয়া আমির মূলত সিরিয়াল করেন। তাঁর একাধিক সিরিয়াল এদেশেও জনপ্রিয়। এই দেশের একধিক অভিনেতা ও সেলিব্রিটি তাঁর বন্ধু। গায়ক বাদশা তাঁর বন্ধু, দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর ছবি করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর তা বিশ বাঁও জলে। এই অবস্থায় হানিয়া আমিরের যদি এজাতীয় সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
মহিলা সাংবাদিকের প্রশ্নে চোখ মারলেন পাক সেনা মুখপাত্র! হু হু করে ভাইরাল হল ভিডিও