Pak Viral Video : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মুখে ঝামা ঘষে দিলেন পাক মহিলা সাংসদ- দেখুন ভিডিও

Published : May 11, 2025, 08:22 PM ISTUpdated : May 11, 2025, 08:28 PM IST
Pakistani female MP slams Defence Ministe Asif for comments in international media bsm

সংক্ষিপ্ত

Pakistan Vs Pakistan: 'ইংরেজি না জানলে যাবে না!' পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফে ধুয়ে দিলেন পাক মহিলা সাংসদ মহিলা সাংসদ খাজা আসিফকে দায়িত্বজ্ঞানহীন বলেন, 

Pakistan Vs Pakistan: অপারেশন সিঁদুরের কারণে এমনিতেই বিপর্যস্ত পাকিস্তান। রীতিমত ঢোঁক গিলে ভারতের রণেভঙ্গ দেওয়ার কথা বলছে। কিন্তু এবার প্রকট হচ্ছে পাকিস্তানের অন্তর্বর্তী সংকট। সামনে আসছে পাকিস্তান রাজনীতিবিদদের বিবাদ। তাও আবার সংসদের মধ্যে। পাকিস্তানের এক মহিলা সাংসদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খানের তীব্র সমালোচনা করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাঁর 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্যের জন্য।

মহিলা সাংসদ জারতাজ গুল:

পাকিস্তানের মহিলা সাংসদ জারতাজ গুল প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খানের সমালোচনা করেন। তিনি বলেন, 'আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আন্তর্জাতিক মিডিয়ায় যাবেন না। নিজেকে আপনার সরকারকে উপহাসের পাত্র বানাবেন না।'তিনি আরও বলেন, 'ইংরেজি না জানলে আন্তর্জাতিক মিডিয়ায় যাবেন না। সরকারের কাছে আন্তর্জাতিক মিডিয়ায় যাওয়ায় অনেক যোগ্য ও অনেক পড়াশুন জানা মানুষ রয়েছে।' তিনি তাঁর বক্তব্য শুরুই করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্বজ্ঞানহীন বলে।

 

খাজ আসিফের মন্তব্য

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এ একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেখানেই তিনি দাবি করেছেন ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে। তার কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন। কিন্তু সেই প্রমাণ দিতে তিনি ব্যর্থ হন। পাক বিদেশমন্ত্রী আরও বলেছেন, 'এটা শুধু আমাদের সোশ্যাল মিডিয়াতেই নয় পুরো সোশ্যাল মিডিয়া বিশেষ করে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় চলছে। এই জেটের ধ্বংসাবশেষ কাশ্মীরে পড়েছে। ' কিন্তু সিএনএন-এর উপস্থাপক বেকি আন্ডারসন তাঁকে বাধা দিয়ে বলেন, 'আমি দুখিঃত! আমরা আপনাকে এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সম্পর্কে কথা বলতে বলিনি। আমি বিশেষভাবে তথ্য প্রমাণের কথা বলছি। আপনি যেমন অভিযোগ করছেন এই রফাল জেটগুলি ভারত ভূপাতিত করার জন্য কোনও চিনা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কিনা। '

খাজ আসিফের আতীত মন্তব্য

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। ভারতীয় সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচনা হয়েছে। যাইহোক এটাই প্রথম নয় এর আগেও তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে পাকিস্তান অতীতে জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করেছে। তিনি বলেছিলেন, 'আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই নোংরা কাজ করে আসছি। এটা ভুল ছিল। এর জন্য পাকিস্তানকে অনেক সমস্যা পোহাতে হয়েছে। '

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত