'আমাদের মিসাইলের রেঞ্জে ভারত..' বাংলাদেশ হাঙ্গামায় মোদীকে পাক নেতার হুমকি

Published : Dec 23, 2025, 08:19 PM IST
'আমাদের মিসাইলের রেঞ্জে ভারত..' বাংলাদেশ হাঙ্গামায় মোদীকে পাক নেতার হুমকি

সংক্ষিপ্ত

আমাদের মিসাইলের নাগালের বাইরে ভারত নয়, বাংলাদেশের হাঙ্গামার জন্য মোদী সরকারকে হুমকি পাক নেতার। বাংলাদেশে চলমান সংঘাতের জন্য ভারতকে দায়ী করে শরিফ সরকারের ওই নেতা এই হুমকি দিয়েছেন। 

ইসলামাবাদ (২৩ ডিসেম্বর): পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের এক নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানি নেতা কামরান সাঈদ উসমানি অভিযোগ করেছেন যে বাংলাদেশে চলমান সংঘাতের পেছনে ভারতের হাত রয়েছে। তবে এই যুবক আরও এক ধাপ এগিয়ে ভারত ও প্রধানমন্ত্রী মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের মিসাইলের জন্য ভারত খুব দূরের দেশ নয়। আমাদের মিসাইলের পাল্লার মধ্যেই ভারত রয়েছে।

পাকিস্তানের সেনা বাংলাদেশের পাশে আছে

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারত হামলা করলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হলে বা ভারতের যদি বাংলাদেশের মুখোমুখি হওয়ার সাহস থাকে, তাহলে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসবে। উসমানি ভারতকে সতর্ক করে বলেছেন, পাকিস্তানের কাছে থাকা মিসাইলের নাগালের বাইরে ভারত নেই।

অখণ্ড ভারতের ধারণার বিরোধিতা

ভারতের 'অখণ্ড ভারত' ধারণার তীব্র বিরোধিতা করেছেন উসমানি। তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে। ভারত বাংলাদেশে অপ্রয়োজনীয় কার্যকলাপ চালাচ্ছে। ভারত এক পা এগোলে পাকিস্তান যুদ্ধে নামতে বাধ্য হবে বলে উসমানি জানিয়েছেন।

বাংলাদেশি নেতার হত্যা

বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতা শরিফ হাদিকে হত্যা করা হয়েছিল। এই হত্যার প্রতিশোধ হিসেবে বাংলাদেশে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বাংলাদেশে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের ওপর উত্তেজিত জনতা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। নবী মহম্মদকে অপমান করার অভিযোগে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু দিপু চন্দ্র দাস কোনো অপমান করেননি। বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে চলা বিক্ষোভ ও হামলায় দিপু চন্দ্র দাস নিহত হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ চলছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তান সেনাপ্রধান: আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মান, এর অর্থ কী?
সিঁদুর অপারেশনে পাকিস্তানকে ঈশ্বর সাহায্য করেছিল, হেরে গিয়ে একী বলছেন আসিম মুনির