Jaffar Express Derailed: বালোচিস্তানের কাছে ফের লাইনচ্যুত জাফর এক্সপ্রেস, বাজারে বিস্ফোরণ! নেপথ্যে কার হাত?

Published : Jun 18, 2025, 01:52 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Jaffar Express Blast News: বালোচিস্তানের কাছে ট্রেনে ফের বিস্ফোরণ। ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের মোট ছয়টি কামরা। কারা ঘটাল এই বিস্ফোরণ? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Jaffar Express Blast News: ফের ট্রেনে হামলা। প্রবল বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের ছয়টি কামরা। বালোচিস্তানের কাছে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণের অভিযোগ। ঘটনায় ট্রেনের ছয়টি কামরা লাইনচ্যুত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। মার্চের পর জুনে ফের ট্রেনে হামলার অভিযোগয তবে এই হামলার পিছনে কাদের মদত রয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ঘটনাটি ঘটে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে। রেললাইনের পাশে একটি গরুবাজারে তীব্র বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের জেরেই লাইনচ্যুত হয় ট্রেনটি। হতাহতের কোনও খবর মেলেনি এখনও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে। কী কারণে বিস্ফোরণ, নেপথ্যে কার বা কাদের হাত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে পাক পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে প্রায় তিন ফুট চওড়া ও গভীর একটি গর্ত তৈরি হয়েছে, যা রেললাইনের প্রায় ছয় ফুট ক্ষতিগ্রস্ত করেছে। কর্তৃপক্ষ মনে করছে, রেললাইনের পাশে পুঁতে রাখা একটি IED এর কারণে এই বিস্ফোরণ ঘটেছে। রেলের কর্তারা জানিয়েছেন, এলাকাটি সুরক্ষিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

 

 

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, যাত্রীরা তাদের পরিবার ও জিনিসপত্র নিয়ে ট্রেন থেকে নেমে আসছেন। উল্লেখ্য, জাফর এক্সপ্রেসে এটিই প্রথম হামলা নয়। গত মার্চ মাসে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-এর বিদ্রোহীরা কোয়েটার কাছে ট্রেনটি হাইজ্যাক করে শত শত যাত্রীকে বন্দি করে এবং দুই ডজনেরও বেশি নিরাপত্তা কর্মীকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস হল পাকিস্তান রেলওয়ে পরিচালিত একটি দৈনিক যাত্রী পরিষেবা, যা কোয়েটা এবং পেশোয়ারকে সংযুক্ত করে। ট্রেনটি প্রায় ১,৬৩২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, প্রায় ৩৪ ঘণ্টায় যাত্রা সম্পন্ন করে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া