আফগান হামলায় ৫৮ পাক সেনা নিহত! অবশেষে কাবুল হামলার বদলা নিল তালিবানরা

Published : Oct 12, 2025, 04:25 PM IST
আফগান হামলায় ৫৮ পাক সেনা নিহত! অবশেষে কাবুল হামলার বদলা নিল তালিবানরা

সংক্ষিপ্ত

কাবুলে বিমান হামলার জবাবে পাকিস্তানি সেনা ঘাঁটিতে তালিবানের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে তালিবান ঘোষণা করেছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার জবাবে পাকিস্তানি সেনা ঘাঁটিতে তালিবানের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২৫টি ঘাঁটি দখলের ঘোষণা দিয়েছে তালিবান। তবে, পাকিস্তানের সেনা ঘাঁটি দখলের দাবি পাকিস্তান অস্বীকার করেছে।

সম্প্রতি কাবুলে চালানো বিমান হামলার জন্য আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানকে দায়ী করেছিল। এরই জেরে, গতকাল রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত সেনা ঘাঁটিগুলির ওপর তালিবান হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।

৫৮ পাকিস্তানি সেনা নিহত

এই পরিস্থিতিতে, আজ তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক ঘোষণায় জানিয়েছেন, এই হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা ঘাঁটি দখল করেছে। তিনি আরও বলেন, এই সংঘর্ষে অতিরিক্ত ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে।

"আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে," জানিয়ে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "শত্রুরা যদি আবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তবে তার কড়া জবাব দেওয়া হবে।"

পাকিস্তানের অস্বীকার

কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ 'ডুরান্ড লাইন' বরাবর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু, তালিবানের ঘাঁটি দখলের দাবি তারা পুরোপুরি অস্বীকার করেছে।

এই হামলায় কামান এবং আকাশপথে ব্যবহৃত অস্ত্রশস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে পাকিস্তানি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। তবে, হতাহতের বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে থাকাকালীন এই হামলাটি ঘটেছে, যা বিশেষভাবে উল্লেখযোগ্য।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া