আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ: ডুরান্ড লাইনে দাপট তালিবানের, হত ১২ পাক সেনা

Published : Oct 12, 2025, 07:00 AM ISTUpdated : Oct 12, 2025, 07:10 AM IST
Taliban

সংক্ষিপ্ত

Afghanistan-Pakistan tensions: ভারতের সঙ্গে যখন নতুন করে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হচ্ছে, তখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘর্ষ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

DID YOU KNOW ?
ডুরান্ড লাইনে সংঘর্ষ
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন নিয়ে এখন তালিবান বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনার লড়াই চলছে।

Afghanistan-Pakistan Clashes: পাকিস্তানের এয়ারস্ট্রাইকের (Pakistan's airstrike) পাল্টা হামলা চালিয়ে পাক সেনাকেই (Pakistani Army) কোণঠাসা করে দিল তালিবান-নেতৃত্বাধীন আফগান বাহিনী (Taliban-led Afghanistan forces)। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের (Afghanistan’s Ministry of Defense) পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ডুরান্ড লাইনে (Durand Line) পাক সেনার একাধিক চৌকি দখল করে নিয়েছে আফগান বাহিনী। সংঘর্ষে পাক সেনার অন্তত ১২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। কুনার (Kunar) ও হেলমান্দ প্রদেশে (Helmand province) পাক সেনার সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষের জেরে গত কয়েকদিন ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানেও এখন পাক সেনাকে কোণঠাসা করে দিয়েছে আফগান বাহিনী। পাকিতা (Paktia) প্রদেশের আরিয়ুব জাজি জেলা (Aryub Zazi district), বাহরামচা (Bahramcha district) জেলার শাকিজ (Shakij), বিবি জানি (Bibi Jani) ও সালেহান (Salehan) পাক সেনার সঙ্গে আফগান বাহিনীর প্রবল সংঘর্ষ চলছে।

পাকিস্তানকে জবাব তালিবানের

সম্প্রতি পাকিস্তানের বায়ুসেনা কাবুলের (Kabul) কাছে এয়ারস্ট্রাইক করে। তারপরেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের হামলার পাল্টা কুনার ও নানগরহরে (Nangarhar) পাক সেনার উপর হামলা চালিয়েছে আফগানিস্তানের ২১০ খালিদ বিন ওয়ালিদ আর্মি কোর (201 Khalid bin Walid Army Corps)। এই হামলায় পিছু হঠতে বাধ্য হয়েছে পাক সেনা। ইসলামাবাদ (Islamabad) অবশ্য এখনও কাবুলের কাছে এয়ারস্ট্রাইকের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 'কুনার ও হোলমান্দ প্রদেশে ডুরান্ড লাইন বরাবর বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনার কাছ থেকে বেশ কিছু চৌকি দখল করে নিয়েছে তালিবান বাহিনী।' তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন জায়গায় এখনও সংঘর্ষ চলছে।

আফগান বাহিনীর হামলায় চাপে পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে এখনও আফগান বাহিনীর পাল্টা হামলার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে পাক সেনার আধিকারিকরা জানিয়েছেন, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাঁচ জায়গায় তাঁরা পাল্টা হামলা চালাচ্ছেন। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ৫ জায়গায় সংঘর্ষ।
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে অন্তত ৫ জায়গায় প্রবল সংঘর্ষ চলছে। পাক সেনা পিছু হঠছে।
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া