বর্ষবরণে পরপর গুলি পাকিস্তানের করাচি শহরে, গুলিবিদ্ধ হয়ে জখম ২২ জন

একদিকে বর্ষবরণের আনন্দ উদযাপন অন্যদিকে আতসবাজির আওয়াজের মধ্যেই গুলিবিদ্ধ ২২ জন। বর্ষবরণের রাতে পাকিস্তানের করাচির এই ঘটনা শিউরে দিলো গোটা বিশ্বকে।

একদিকে বর্ষবরণের আনন্দ উদযাপন অন্যদিকে আতসবাজির আওয়াজের মধ্যেই গুলিবিদ্ধ ২২ জন। বর্ষবরণের রাতে পাকিস্তানের করাচির এই ঘটনা শিউরে দিলো গোটা বিশ্বকে। পাকিস্তানের করাচি শহরে তখন রাত ১২ টা। চারিদিকে সবাই যখন ২০২৩ কে স্বাগত জানাতে ব্যস্ত তখন শহরের অন্য কোনে চললো গুলি। শূন্যে চালানো সেইসব গুলি ছিটকে এসে আঘাত করে ঘরের বাইরে থাকা এলাকার বাসিন্দাদের। জখম হন এক মহিলা এবং একটি শিশু-সহ ২২ জন।কিন্তু বর্ষবরণের রাতে হঠাৎ কেন চললো গুলি ? কারণ স্পষ্ট জানা না গেলেও এই গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন অনেকেই।

পাকিস্তানের জিয়ো টিভি সূত্রে খবর র্ষবরণের রাতে বিশেষ বাজি প্রদর্শনের ব্যবস্থা হয়েছিল করাচিতে। সেই বাজির প্রদর্শন দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন করাচির ক্লিফটন সৈকতে। আবার কেউ কেউ আাবার সমুদ্রের ধারের সূর্যাস্ত দেখার ভিউ পয়েন্ট দো দারিয়াতেও ভিড় করেছিলেন ।হঠাৎ এই শূন্যে চোরা গুলি এসে লাগে তাদের গায়ে। এমনকি যারা যারা বহুতলের ছাদে ভিড় জমিয়েছিল এই আতসবাজির প্রদর্শন দেখতে , গুলির আঘাতে জখম হন তারাও।

Latest Videos

পুলিশ শূন্যে গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ৩ জনকে। এ ছাড়াও করাচি থেকে দশ জনকে ৩১ ডিসেম্বর রাতে আইন শৃঙ্খলা ভাঙার অপরাধে গ্রেফতার করা হয়েছে।নববর্ষের হিড়িকে তারা হঠাৎ কেন এমন শূন্যে গুলি চালালেন সে নিয়েই পুলিশি তদন্ত চলছে এখন। শীঘ্রই জানা যাবে এর আসল কারণ কি ?

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo