পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, সেনার সঙ্গে সঙ্ঘর্ষে নিহত ১২

Published : Oct 02, 2025, 04:36 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

POK Clash News: পাক সেনার সঙ্গে সঙ্ঘর্ষে রণক্ষেত্র পাক অধিকৃত কাশ্মীর। দফায় দফায় উত্তেজনায় বাড়ছে মৃতের সংখ্যা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

POK Clash News: গত মঙ্গলবার থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। নিজেদের মানবাধিকারের দাবি সহ অন্ন-বস্ত্র ও পানীয় জলের সঠিক সরবরাহের দাবিতে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরে। গত মঙ্গলবার সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধে পাক সেনার। আর তাতেই প্রাণ হারান একজন সাধারণ মানুষ। আর এবার বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরের পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহে পাক সেনার গুলিতে হত অন্তত ১২ জন সাধারণ মানুষ। বাড়ছে আহতের সংখ্যাও।

কী কারণে এই সঙ্ঘর্ষ? 

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদ্রোহের আগুনে জ্বলছে শাহবাজ শরিফদের অধিকৃত কাশ্মীর। দফায় দফায় পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাড়ছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশবাসীর প্রয়োজন পূরণে অক্ষম শাহবাজ সরকার। আর তাইতো বিদ্রোহের দাপট বাড়ছে ক্রমশ। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের সঙ্গে সেনার সঙ্ঘর্ষ বৃহস্পতিবার ১২ দিনে পড়েছে। গত কয়েক দিনের এই সঙ্ঘর্ষে এখনও পর্যন্ত নিহত ১২ জন। এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০।

এছাড়াও নিহত হয়েছেন তিন জন পুলিশ কর্মীও। ১৭০ জনের কাছাকাছি পুলিশ আহত। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামাবাদ ও মুজফ্ফরবাদে তাঁদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাদের। পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- পাক সরকারের তরফে এখানকার বাসিন্দাদের প্রাথমিক প্রয়োজনীয়তাটুকুও পূরণ করা হয় না। সরকারের বিরুদ্ধে কিছু বললেই গলা চেপে ধরে প্রশাসন। পাক সেনার আক্রমণে নির্বিচারে প্রাণ যায় সাধারণ মানুষের।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত