ভারতের ১ টাকা পাকিস্তানের কত টাকার সমান জানেন? মুদ্রা মূল্যের তফাৎ জানলে চমকে যাবেন

ভারতের ১ টাকা পাকিস্তানের কত টাকার সমান জানেন? মুদ্রা মূল্যের তফাৎ জানলে চমকে যাবেন

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। বর্তমানে এই দেশের আর্থিক অবস্থা বেশ অনেকটাই খারাপ। রোজকার দিনযাপন করতেই পাকিস্তানের মানুষের নাভিশ্বাস উঠছে। অবস্থার উন্নতি হয়নি এখনও। উন্নতি হওয়ার জায়গায় গত বছরের তুলনায় বেশ অনেকটাই অর্থনৈতিক অবনতি হয়েছে এই দেশের। কোনও মতেই আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারছে না প্রতিবেশী দেশটি। অর্থনৈতিক ভাবে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে এই দেশ।

এক্ষেত্রে ভারতের টাকার মূল্য পাকিস্তানে এখন কত জানেন?

Latest Videos

বুধবার ভারতীয় টাকার মূল্য এক পয়সা কমে গিয়ে ডলার প্রতি ৮৩.৭০ টাকা হয়েছে। কিন্তু ডলারের নিরিখে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ। গত কয়েক বছরে পাকিস্তানি মুদ্রার বেশ অনেকটাই পতন হয়েছে। এক মার্কিন ডলারের পাকিস্তানি মূল্য ২৭৮.৭৭ পাকিস্তানি টাকা।

ভারতীয় মুদ্রার মূল্যের সঙ্গে কতটা তফাৎ পাকিস্তানি মুদ্রার মূল্যের? পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৩ টাকা।

অর্থাৎ ভারতের এক টাকা হল পাকিস্তানের ৩.৩৩ টাকা। সাধারণত আন্তর্জাতিক লেনদেনে ডলার ব্যবহার করা হয়। যেকোনও দেশের মুদ্রার মূল্যই ইউএস ডলারের নিরিখে পরিমাপ করা হয়।

এক লক্ষ ভারতীয় মুদ্রা নিয়ে কেউ পাকিস্তানে গেলে তার মূল্য কত হবে জানেন?

ভারতীয় এক লক্ষ টাকা পাকিস্তানি টাকায় হল ৩৩৩০৬৪.৬২ টাকা মানে প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার ৬৫ টাকা।

বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল সাধারণ আলু, পেঁয়াজ কিনতেই পকেটে টান পড়ছে পাকিস্তানের। তার মধ্যে বন্যার কারণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এই দেশে। তাই অর্থনৈতিক ভাবে বেশ অনেকটাই পিছিয়ে গিয়েছে পাকিস্তান। 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury