২২ জন যাত্রী আর ৬ জন ক্রু মেম্বর নিয়ে নিখোঁজ হয়ে গেল একটি বিমান। অবতরণের আগেই নিখোঁজ হয়ে যায় বিমানটি। মঙ্গলবরা রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রক জানিয়েছে রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলের পেট্রোপাভলভক্স-কামচাটস্কি যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। স্থানীয় পালানা গ্রাম পর্যন্ত বিমানটির সৎঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর আর এটিএস বিমানটির সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারেনি।
বিমানটি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ট্র্যাফিক নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যের বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, যে সব রাশিয়ার AN-26 বিমানটি ২৮ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েগিয়েছিল সেই সময় সেখানের আবহাওয়া খারাপ ছিল। আকাশ ছিল পুরোপুরি মেঘে ঢাকা। পরিবহন মন্ত্রক জানিয়েছে ব়্যাডার থেকে বিমানটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তারপরই তড়িঘড়িবিমানের খোঁজে তল্লাশি শুরু হয়ে যায়।
বিস্তারিত আসছে...