যুদ্ধক্ষেত্রে রুশ সৈনিকদের করুন হাল দেখে আবেগঘন হয়ে পড়লো নেটিজেনমহল

Published : Oct 28, 2022, 03:23 AM IST
যুদ্ধক্ষেত্রে রুশ সৈনিকদের করুন হাল দেখে আবেগঘন হয়ে পড়লো নেটিজেনমহল

সংক্ষিপ্ত

প্রায় নয় মাস পার করেছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ।তার মাঝেই যুদ্ধক্ষেত্রে রুশ সৈনিকদের করুন হাল দেখে আবেগঘন হয়ে পড়লো নেটিজেনমহল। 

প্রায় নয় মাস পার করেছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ। গত বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাশিয়া লাগাতার করছে মিসাইল ফেলছে ইউক্রেনে।  এমনকি ইউক্রেনের জনজীবন বিপন্ন করতে ইউক্রেনের বৈদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালাতেও পিছপা হয়নি রাশিয়া। কিন্তু শক্তির দম্ভ যে দেশ দেখাচ্ছে বার বার সে দেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতিটা ঠিক কেমন ? আমেরিকার ওয়েবসাইট সিএনএনের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে,  খাদ্য জল না পেয়ে কেমন জরাজীর্ণ দশা হয়েছে রাশিয়ান সৈন্যদের।  যুদ্ধক্ষেত্রের সেই সৈনিকদের করুন হাল দেখে আবেগঘন হয়ে পড়লো নেটিজেনমহল। 

 গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। এত মাস পরও ইউক্রেনকে পুরোপুরি কব্জা করতে পারেনি পুতিনের সৈন্য দল। যুদ্ধক্ষেত্রে গিয়ে বহু রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি খবর ছড়ায় যে, বহু রুশ সৈনিকই যুদ্ধ করতে চাইছেন না। যুদ্ধক্ষেত্রে যোগ দেওয়ার ভয়ে কেউ কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন বলেও খবর। এই প্রেক্ষাপটে রুশ সৈনিকদের জন্য কঠোর পদক্ষেপ করেছে পুতিন সরকার, এমনই খবর ছড়ায়। জানা গিয়েছে, যুদ্ধক্ষেত্র ছেড়ে আত্মসমর্পণ করলে কিংবা যুদ্ধ করতে না চাইলে রুশ সৈনিকদের ১০ বছরের কারবাসের সাজা হতে পারে। ফলে এই পরিস্থিতিতে রুশ সৈনিকদের ওই ভিডিয়ো নয়া মাত্রা যোগ করেছে।

সম্প্রতি যুদ্ধের আবহে পরমাণু হামলার মহড়া শুরু করেছে রুশ সেনা। কয়েক দিন আগে, ইউক্রেনে নতুন করে হামলার প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন রুশ  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার পরও রুশ শিবির ১২ টি ক্ষেপণাস্ত্র ছাড়ে ইউক্রেনে। যুদ্ধে ক্ষয়ক্ষতি কম হয়নি রাশিয়ারও।  যদিও রাশিয়ার ক্ষয়ক্ষতির সংখ্যা খুব সন্তর্পনেই  গোপন করা হয়েছে  পুতিনের নির্দেশে।  কিন্তু রুশ শিবিরের অভ্যন্তরীণ এই  প্রকাশ্যে আসতেই রুশ শিবিরের মিথ্যে দম্ভ ফাঁস হয়েছে গোটা বিশ্বের সামনে। 
 

আরও পড়ুন - 

সলমন রুশদির একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, অকেজো একটি হাতও- জানিয়েছে এজেন্ট
ঘূর্ণিঝড় সিতরাং বাংলাদেশে প্রাণ কাড়ল ১৬ জনের, বৃষ্টিতে সর্বনাশ হচ্ছে চাষের
ঋষি সুনক কি এবার ভারকে ফিরিয়ে দেবেন কোহিনূর হীরা? জল্পনায় শুরু নেটনাগরিকদের মধ্যে

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে