ইউক্রেন নিয়ে পুতিনের চক্রান্ত ফাঁস, কিন্তু তাতে মোটেও কান দিচ্ছেন না জেলেনস্কি

রাশিয়া- ইউক্রেন যুদ্ধে অব্যাহত রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত  যুদ্ধ শেষ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই অবস্থায় সামনে এল ইউক্রেন নিয়ে পুতিনের চক্রান্ত।


রাশিয়ার -ইউক্রেন যুদ্ধ ৩০ দিনেরও বেশি সময় ধরে চলছে। রাশিয়ার প্রবল হামলা বিপর্যস্ত ইউক্রেন। কিন্তু এখনও পর্যন্ত রুশ সেনা ইউক্রেনকে কব্জ করতে পারনি। এই অবস্থায় দাঁড়িয়ে আরও একবার সামনে এল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিনের আগ্রাসি মনোভাব। ব্রিটিশ দৈনিকের একটি রিপোর্টে দাবি করা হয়েছে পুতিন নাকি তাঁর ঘনিষ্ট মহলে বলেছেন তিনি ইউক্রেনীয়দের হত্যা করে যাবেন। 

ব্রিটিশ দৈনিক দ্যা টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ব্যবসায়ী রোমান আব্রামোভিচ রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন। সম্প্রতি তিনি পুতিনের হয়ে ইউক্রেনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে। সেই সময়ই তিনি জেলেনস্কিকে পুতিনের হাতে লেখা একটি নোটও দেন বলে দাবি করা হয়েছে ব্রিটিশ প্রতিবেদনে। পাশাপাশি বলা হয়েছে ইউক্রেনের শান্তি প্রস্তাবের পাল্টা রাশিয়া বেশকতগুলি শর্ত দিয়েছে। আর সেইসময়ই এই ব্যবসায়ীর কাছ থেকেই নাকি ফাঁস হয়ে গিয়েছেন পুতিনের চক্রান্ত। কারণ পুতিন স্পষ্ট করে দিয়েছেন তিনি ইউক্রেনীয় দের হত্যা করেই রণ ভঙ্গ দিতে চাইছেন।

Latest Videos

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও আব্রোমোভিচ নামের রুশ ব্যবসায়ীর কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, রুশ ব্যবসায়ী এই মাসের শুরুতেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার হয়ে আলোচনা করেছিলেন। তিনি কিয়েভেও বৈঠক করেছিলেন। তিনি যুদ্ধের এই আবহে ইউক্রেনের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। 

তবে ইউক্রেনের কর্মকর্তারা এই প্রতিবেদনে জল ঢেলে দিয়েছেন। কারণ তারা স্পষ্ট করে দিয়েছেন এজাতীয় কোনও কথা তাদের পুতিন বলেননি। তবে অনেক কিছু নিয়েই জল্পনা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে। রাশিয়ার হামলার ইউক্রেন যে বিধ্বস্ত তাও স্বীকার করে নিয়েছে। তবে ইউক্রেন প্রশাসন স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছে এজাতীয় কোনও কথায় কান না দিতে। অন্যদিকে আমেরিকার কর্মকর্তারাও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তাঁরা বলেছেন রুশ ব্যবসায়ীর সঙ্গে ইউক্রেনের আলোচনা যাতে ভেস্তে যায় তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। 

রাশিয়া বলেছে আব্রোমোভিচ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় প্রথমিক ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু এখন তাঁর কোনও ভূমিকাই নেই। বর্তমানে দুই দেশের প্রশাসনিক কর্তারাই শান্তি বৈঠক করছে। এদিনও যে দুই দেশের মধ্যে ইস্তাম্বুলে আলোচনা হয়েছে। সেখানে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয়েছে। তাতে সায় দিয়েছে রাশিয়া। 

পৃথিবীর সৃষ্টি রহস্যের জট খুলছে, বিজ্ঞানীদের নজরে বিশ্বের একটি 'ফুঁটো'

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কি হাঁপিয়ে গেল রাশিয়া? সুর নরম, ছেড়ে দিল ৩টি বড় দাবিই

মন খুলে সরি বলুন, ক্ষমা করে দিন- দেখবেন ভালো খারবেন আপনিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury