ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি, আমেরিকার পরেই করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় রাশিয়া

  • এতদিন করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্পেন
  • তালিকা থেকে স্পেনকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল রাশিয়া
  • পুতিনের দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজারেরও বেশি
  • তবে বিশ্বে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারীর তাণ্ডবে বিপর্যস্ত গোটা দুনিয়া। ইতিমধ্যে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। সংক্রমণের শিকার আধুনিক বিশ্বের একের পর এক দেশ। এর মধ্যেই আক্রান্তের সংখ্যায় এবার ব্রিটেন, ইতালি ও ফ্রান্সকে ছাড়িয়ে গেল রাশিয়া। করোনা সংক্রনমণের ঘটনায় বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পুতিনের দেশ।

বর্তমানে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজারেরও বেশি। ফলে বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় আমেরিকার পরেই রয়েছে রাশিয়া। তবে পুতিন প্রশাসনের একটাই স্বস্তি,  আক্রান্তের তুলনায় মৃত্যু অনেক কম রাশিয়ায়। মৃত্যুর সংখ্যা দেশটিতে এখনাও পর্যন্ত ২,২১২। রাশিয়ার সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাবে দেখা গিয়েছে রাজধানী মস্কোতে।

Latest Videos

বাড়ি ফেরার সাধ অপূর্ণই থেকে গেল ওঁদের, জোড়া দুর্ঘটনায় পরিযায়ীদের রক্তে ফের রাঙা এদেশের রাজপথ

এবার দেশেই তৈরি হচ্ছে রেমডেসিভির, ৪টি ভারতীয় সংস্থার হাত ধরে পৌঁছবে বিশ্বের ১২৭টি দেশে

আক্রান্তের সংখ্যায় জার্মানিকে ছাড়াল ব্রাজিল, জিম ও বিউটিপার্লার খুলতে মরিয়া বলসোনারো

রাশিয়া সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ দিন ধরে দেশটিতে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার একদিনেই দেশটিতে  ১১ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হন। রাশিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এটাই ছিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। করোনায় আক্রান্তদের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভও রয়েছেন। 

তবে বর্তমানে বিশ্বে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৮১৩ জনের। ফলে মার্কিন মুলুকে মৃতের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today