রাশিয়ার ক্লাস্টার বোমা ও ভ্যাকুয়াম বোমার আঘাতে মৃত্যুপুরী ইউক্রেন, জেন নিন এগুলি কতটা ভয়ঙ্কর

অ্যামনেস্টি ইন্টারন্যাশালান ও ইউম্যান রাইটস ওয়াচ- দুটি সংস্থাই বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে। তাদের আরও অভিযোগ উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে হামলা করেছে। সেখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল।

রাশিয়ার অভিযানে ক্রমশই সংকট বাড়ছে ইউক্রেনে (Russia-Ukraine War)। বৃহস্পতিবার থেকে এপর্যন্ত রাশিয়ার ক্রমাগত আক্রমণে প্রায় বিধ্বস্ত ইউক্রেন। বিপর্যস্ত রাজধানী কিয়েভ। সম্প্রতি সামনে এসেছে একটি উপগ্রহ চিত্র। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজধানী কিয়েভকে প্রায় ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী। এই অবস্থায় রাশিয়ার বিরুদ্ধের সরব হয়েছে ইউক্রেনে কর্মরত মানবাধিকার সংগঠনগুলি (Human Rights)। মানবাধিকার সংস্থার পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগ রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা (Claster Bomb) ও ভ্যাকুয়াম বোমা (vacuum bombs) দিয়ে আক্রমণ করেছে। রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলি প্রবল সমালোচনা  করেছে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশালান ও ইউম্যান রাইটস ওয়াচ- দুটি সংস্থাই বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে। তাদের আরও অভিযোগ উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে হামলা করেছে। সেখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্য়াকুয়াম বোমা নামে পরিচিত একটি থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগ ক্রমশই ধ্বংসের পথে হাঁটছে রাশিয়া। 'আজ তারা ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।' এই বোমার ব্যবহার আগেই বিশ্বে নিষিদ্ধ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

Latest Videos

ভ্যাকুয়াম বোমা- ভ্যাকুয়াম বোমা বা থার্মোবারিক অস্ত্র হল উচ্চ তাপমাত্রার একটি বিস্ফোরণ। এটি বিস্ফোরণ ঘটালে আশপাশের বায়ু থেকে অক্সিজেন শুষে নেয়। সাধাধরণ বিস্ফোরণের তুলনায় অনেক বেশি বিস্ফোরণের তরঙ্গ তৈরি করে। এটির রেশও অন্যান্য বিস্ফোরকের তুলনায় অনেক বেশি থাকে। এই বিস্ফোরণের আওতায় থাকে যে কোনও মানুষকে সম্পূর্ণরূপে বাষ্পিভূত করে দিতে পারে এই বোমা। অর্থাৎ যতটা এলাকা জুড়ে এই তরঙ্গ থাকে ততটা এলাকায় এই মানুষের চিহ্ন থাকবে না। এজাতীয় বিস্ফোরক অত্যান্ত ভয়ঙ্কর। 

ক্লাস্টার বোমা- ক্লাস্টার বোমা হল একটি বিস্ফোরক, যা ছোট সাবমেরিনকে উড়িয়ে দিতে পারে। ক্লাস্টার বোমার সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন, যুদ্ধ বিমানের রানওয়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই বোমার সাহায্যে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। ল্যান্ডমাইন ধ্বংস করতে এই বোমা বিশেষ গুরুত্বপূর্ণ। যানবাহন বা পরিকাঠামোর পাশাপাশি মানুষ হত্যা করা যায় এই বোমার মাধ্যমে। আক্রমণের সময় অনেকগুলি ছোটছোট বোমা একসঙ্গে ফেলা হয়। যা প্রতিপক্ষের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। 

তবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়া কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তার কোনও নিশ্চয়তা নেই। তবে রাশিয়া যদি ঐ জাতীয় অস্ত্র ব্যবহার করে তাহলে যা যুদ্ধ অপরাধর হিসেবে চিহ্নিত হবে। রাশিয়ার এজাতীয় পদক্ষেপের জন্য তাদের অনেক মূল্য চোকাতে হবে বলেও জানিয়েছেন তিনি। 
যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, এই প্রথম মাথা নিচু করে স্বীকার করে নিল ক্ষতির কথা

ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত থেকে মিলবে বাস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রাষ্ট্রসংঘে আরও একটি ভোটে বিরত ভারত, ভরসা কূটনীতিতে

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury