আরও বিধ্বংসী রাশিয়া গুঁড়িয়ে দিল ইউক্রেনের স্কুল, যুদ্ধে সামিল চেচেনাও

আঞ্চলিক প্রসিকিউটররা একটি ফেসবুক পোস্টে বলেছেন খারকিভ লাগোয়া মেরেফা শহরের একটি স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার ভোরে আর্টিলারি ফায়ার করেছি রাশিয়া।

রুশ  (Russia) হামলায় বিধ্বস্ত পূর্ব ইউক্রেনের (Ukraine) একটি শহর। রুশ বাহিনীর গোলাবর্ষণের বর্ষণে বৃহস্পতিবার ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৫। ইউক্রেন প্রশাসনের দাবি রাশিয়া  গোলা বর্ষণ থেকে রক্ষা পায়নি একাধিক স্কুল ও সংস্কৃতিক কেন্দ্র। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Rissia Ukraine War) ২২তম দিনে রুশ বাহিনী নির্বিচারে গোলা বর্ষণ করে চলেছে। অন্যদিকে রাশিয়ার হয়ে অস্ত্র ধরল চেচেন (Chechen) স্বেচ্ছাসেবকরা।

আঞ্চলিক প্রসিকিউটররা একটি ফেসবুক পোস্টে বলেছেন খারকিভ লাগোয়া মেরেফা শহরের একটি স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার ভোরে আর্টিলারি ফায়ার করেছি রাশিয়া। এই ঘটনায় প্রচুর মানুষ আহত হয়েছেন। আহতের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কা জনক। 

Latest Videos

প্রসিকিউটরদের বিবৃতি সহ একটি ছবিতে দেখা গেছে একটি বিল্ডিং মাঝখান থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জানলাগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে উদ্ধারের জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছেন। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। মেরেফা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। খারকিভ দখলের লক্ষ্যে রাশিয়া লড়াই করছে। একাধিকবার বিমান হামলাও চালিয়েছে। 

অন্যদিকে রুশ প্রশাসন সূত্রের খবর রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধ করতে গেছে প্রায় ১হাজার চেচেন স্বেচ্ছেসবক। চেচেন নেতা রমজান কাদিরভ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন চেচেন প্রজাতন্ত্র এক হাজার স্বেচ্ছাসেবককে নেতৃত্ব ইউক্রেনে পাঠিয়েছে। তারা বিশেষ অভিযানে অংশ নেবে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারপরই দেশে সামরিক আইন জারি করে করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr zelensky)। তবে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন (Vladimir Putin)। রুশ বিমানহানা প্রতিহত করতে বেশ কয়েক দিন ধরেই ইউক্রেনের তাদের দেশের আকাশের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করার দাবি জানিয়ে আসছিল, ইউপীয় ইউনিয়নের দেশগুলির কাছে। কিন্তু এতদিন আমেরিকা বা ইউরোপের দেশগুলি তাতে সাড়া দেয়নি। এই প্রথম লিথুয়ানিয়া ইউক্রেনের ওপর নো ফ্লাই ডোনের আহ্বান জানিয়ে খড়সা প্রস্তাব গ্রহণ করেছে। লিথুয়ানিয়ার পার্লামেন্টে সর্বসম্মিতক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।এই প্রস্তাবে এস্তোনিয়া ও স্লোভেনিয়াকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলেনস্কি ইউরোপের নতুন রাশিয়ার প্রাচীর ধ্বংস করতে সাহায্য করার জন্য  জার্মানির কাছে আবেদন জানিয়েছেন। তিনি বৃ়হস্পতিবার জার্মান চ্যান্সেলরকে ফোন করেন। তিনি বলেন রাশিয়ার  তৈরি এই পাঁচিল যে কোনও বোমার থেকেও বেশি ক্ষতিকর। ইউরোপের জন্য় তা বিপদ ডেকে আনছে। 

কংগ্রেসের ভাঙন কি আসন্ন, ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষুদ্ধ গোষ্ঠীর পরপর দুটি বৈঠক

কাউন্টডাউন শুরু- মে মাসেই আসছে গুগলের নতুন প্রযুক্তি, জেনে নিন কী করে নাম নথিভুক্ত করবেন

৮ঘণ্টা নাকি তারও কম বা বেশি, ঠিক কতক্ষণ ঘুম জরুরি- জানাল নতুন গবেষণা

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি