জঙ্গল থেকে বিয়েবাড়ি, আশ্রয়ের সন্ধানে ইউক্রেনের ভারতীয় যুগল, কাহিনি শুনলে শিউরে উঠবেন

রাশিয়া -ইউক্রেন সামরিক অভিযান নিয়ে ভয়াবহ পরিস্থিত তৈরি হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হওয়ার রুশ আক্রমণের বলি হয়েছেন অন্তত ২ হাজার মানুষ (Russia- Ukraine War)। এছাড়াও অন্তত ৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র ছেড়ে পাড়ি দিয়েছেন। দিন কয়েকের মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে দেশ যেন আগুন জ্বলছে। এহেন পরিস্থিতিতে নার্সারি স্কুল থেকে হাসপাতাল, বাড়ি, অফিস , রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ইউক্রেনের কোনও অট্টালিকাই। এই অরাজকতা পরিস্থিতিতে কখনও রুশ বাহিনীর হামলা এড়াতে লুকোত হয়েছে জঙ্গলে, আবার কখনও বিয়েবাড়িতে অনাহুত অতিথিদের মধ্যে ঢুকে পড়তে হয়েছে আশ্রয়ের সন্ধানে। ইউক্রেনের ২ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া হর্ষ পানওয়ার ও তার বান্দবী রেবা শ্রীবাস্তবের কাহিনি শুনলে গায়ের লোম খাড়া হবে।

রাশিয়া -ইউক্রেন সামরিক অভিযান নিয়ে ভয়াবহ পরিস্থিত তৈরি হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হওয়ার রুশ আক্রমণের বলি হয়েছেন অন্তত ২ হাজার মানুষ (Russia- Ukraine War)। এছাড়াও অন্তত ৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র ছেড়ে পাড়ি দিয়েছেন। দিন কয়েকের মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে দেশ যেন আগুন জ্বলছে। এহেন পরিস্থিতিতে নার্সারি স্কুল থেকে হাসপাতাল, বাড়ি, অফিস , রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ইউক্রেনের কোনও অট্টালিকাই। এই অরাজকতা পরিস্থিতিতে কখনও রুশ বাহিনীর হামলা এড়াতে লুকোত হয়েছে জঙ্গলে, আবার কখনও বিয়েবাড়িতে অনাহুত অতিথিদের মধ্যে ঢুকে পড়তে হয়েছে আশ্রয়ের সন্ধানে। ইউক্রেনের ২ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া হর্ষ পানওয়ার ও তার বান্দবী রেবা শ্রীবাস্তবের কাহিনি শুনলে গায়ের লোম খাড়া হবে।

রাশিয়া -ইউক্রেনের যুদ্ধে শেষমেষ নিরাপদ ঠিকানায় পৌঁছতে পেরেছেন ইউক্রেনের ২ ভারতীয় পড়ুয়া হর্ষ পানওয়ার ও তার বান্দবী রেবা শ্রীবাস্তব। পশ্চিম ইউক্রেনের মেডিক্যাল কলেজের পড়ুয়া হর্ষ এবং রেবার আলাপ হয়েছিল বছর দুয়েক আগে। তারপর সেখান থেকে বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি হয় দুজনের। গত ২৪ ফেব্রুয়ারি  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা অভিযান ঘোষণার পরই ইউক্রেনের নানা প্রান্তে আছড়ে পড়তে শুরু করে ক্ষেপণাস্ত্র।  বোমা বর্ষণ শুরু করে রুশ বিমানবহর। এহেন পরিস্থিতিতে  ইউক্রেনের পড়শি দেশ রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এই যুগল  (Russia- Ukraine War)। 

রাশিয়ার সামরিক অভিযানের ধাক্কায় পুরো চিত্রটা মুহুর্তে যেন বদলে গেছে (Russia- Ukraine War)। রেবা জানিয়েছে, লাগাতার দু-দিন ধরে কোনও আশ্রয় ছাড়াই হাঁটতে হয়েছে তাদের। মাঝে মধ্যে বিমান হানার ভয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার ধারের জঙ্গলে কিংবা চাষের জমিতে। এমনকী রোমানিয়া সীমান্তে পৌঁছানোর পর ইউক্রেনের সীমান্তরক্ষীদের হেনস্থারও শিকার হতে হয় তাদের। তিনি বলেন, ভারতীয় এবং আফ্রিকার নাগরিকদের সীমান্ত পেরোতে বাধা দিচ্ছিল ইউক্রেন বাহিনী। তবে শুধু রেবা নন, ইতিমধ্যেই রোমানিয়ায় চলে আসা আরও কয়েকজন ভারতীয় নাগরিকও একই অভিযোগ করেছেন। সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় ঢোকার পর রাজধানী বুখারেস্টের বিমানবন্দরে পৌঁছান হর্ষ ও রেবা। তারপরই শুরু হয় দেশের বিমানে ফেরার প্রতীক্ষা।  সেই সময়েই কোরবেনিয়াঙ্কা গ্রামে এক কমিউনিটি হলে আশ্রয় নিতে গিয়েছিলেন তারা।  সেখানে ইউক্রেন ফেরত অনেক পড়ুয়ারাই (Russia- Ukraine War) ছিলেন।

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান (Russia- Ukraine War) যেন ভয়ঙ্কর আকার নিয়েছে। ইউক্রেন সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখনও অক্ষত দেশের দুই প্রধান শহর, রাজধানী কিভ ও দ্বিতীয় বৃহওম নগরী খারকিভ। এছাড়াও মস্কো থেকেও দাবি করা হয়েছে, খেরসন দখল করে ফেলেছে রুশ সেনা। যদিও এই খবর এখনও পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনক্সির পরামর্শদাতা দাবি করেছেন, আড়াই লক্ষ জনসংখ্যার খেরসনে এখনও প্রতিরোধ জারি রয়েছে। তা মোটেই রুশ বাহিনীর কব্জায় চলে যায়নি। অন্যদিকে খারকিভ থেকে বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টার মধ্যে সমস্ত ভারতীয়দের বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিল ভারতীয় দূতাবাস। ভারতীয় সময় সাড়ে ৯ টা নাগাদ সেই সময়সীমা শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত শহরের সমস্ত ভারতীয়রা সকলে শহর ছেড়ে বেরোতে পেরেছে কি না তা জানা যায় নি (Russia- Ukraine War) । গত বৃহস্পতিবার সাতসকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি (Russia- Ukraine War)  । ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার পাশাপাশি  আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুশিয়ারিতে জানান, যে দেশ এই সামরিক অভিযানে হস্তক্ষেপ করবে তাদের কিন্তু ফল ভুগতে হবে।  

Share this article
click me!

Latest Videos

Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy